রায়গঞ্জ, 26 মে : চুরি করে পালানোর সময় ধরা পড়ল এক যুবক। রায়গঞ্জ পৌরসভার 21 নং ওয়ার্ডের এক বাসিন্দার বাড়ি থেকে আজ গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ে যায় এই যুবক।
গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ল যুবক - Thief news
রায়গঞ্জে আবারও চুরির ঘটনা। এলাকার এক বাসিন্দার বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার চুরি করে পালাচ্ছিল এক যুবক। হাতেনাতে ধরে ফেলেন বাসিন্দারা। পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
Thief
স্থানীয় বাসিন্দা সৌরভ গুহর বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার চুরি করে পালাচ্ছিল ওই যুবক। তাকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। পরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে রায়গঞ্জের বিভিন্ন প্রান্তে।
স্থানীয় কাউন্সিলার কল্পিতা মজুমদার বলেন," লকডাউনের মধ্যে বাইরের বহু মানুষের আনাগোনা বেড়েছে । কাজ বন্ধ অনেকেরই। এই পরিস্থিতিতে চুরির ঘটনা বাড়ছে। পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি।"