রায়গঞ্জ,1 জুন : জব কার্ড থাকা সত্ত্বেও 100 দিনের কাজ না পাওয়ার অভিযোগে স্থানীয় পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও করল বাসিন্দারা । পঞ্চায়েত সদস্য বাড়িতে না থাকায় বাসিন্দারা দীর্ঘক্ষণ জাতীয় সড়ক আটকে বিক্ষোভ দেখায় । ঘটনাটি ঘটেছে ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের বেকিডাঙ্গা এলাকায়।
100 দিনের কাজের দুর্নীতি অভিযোগে জাতীয় সড়ক অবরোধ - উত্তর দিনাজপুরে 100 দিনের কাজে দুর্নীতি
100 দিনের কাজ না পাওয়ার অভিযোগে স্থানীয় পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও করল বাসিন্দারা । পঞ্চায়েত সদস্যকে বাড়িতে না পেয়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় ।
এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, এলাকার তৃণমুলে পঞ্চায়েত সদস্য মণীন্দ্রনাথ রায় গ্রামবাসীদের জবকার্ড থাকলেও 100 দিনের কাজ দিচ্ছেন না। যাদের কাজ দিচ্ছেন তাদের জবকার্ড নিয়ে কিছু টাকা দিয়ে বাকি টাকা পঞ্চায়েত সদস্য নিজের কাছে রেখে দিচ্ছেন। পঞ্চায়েত সদস্যের কাছে গ্রামবাসীরা বলতে গেলেই তাদের ভয় দেখানো হয়। এরই প্রতিবাদে গ্রামবাসীরা পঞ্চায়েত সদস্যর বাড়ির সামনে গিয়ে অবস্থান বিক্ষোভ করেন। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানো হলেও তৃণমুল পঞ্চায়েত সদস্য মণীন্দ্রনাথ রায় ঘর থেকে বের হননি । স্থানীয় সূত্রে জানা যায়, বিক্ষোভ দেখানোর কথা আগাম জেনে যাওয়ায় বাড়ি থেকে বেড়িয়ে এই পঞ্চায়েত সদস্য গা ঢাকা দেয় । পরে এই খবর জানাজানি হওয়ার পর বাসিন্দারা 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
স্থানীয় এলাকাবাসী শেখর নিয়োগি বলেন, "আমাদের জব কার্ড থাকা সত্ত্বেও কাজ দেয় না পঞ্চায়েত সদস্য। এর বিরুদ্ধে বিরুদ্ধে আমরা আজ প্রতিবাদে সামিল হই। যদিও অভিযুক্ত পঞ্চায়েত সদস্য মণীন্দ্রনাথ বাবু বলেন "এই ঘটনা পুরোপুরি ভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমাকে বদনাম করার জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে। " BJP-র জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, "তৃণমুলের পঞ্চায়েত সদস্য মণীন্দ্রনাথ রায় 100 দিনের কাজে সাধারণ মানুষের অনেক টাকা নয়ছয় করেছেন। অবিলম্বে প্রশাসন পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব।"