রায়গঞ্জ, 22 জানুয়ারি :হেমতাবাদের বাহারাইল গ্রামে ওষুধের ব্যবসা করেন বাবলু চৌধুরী । শুক্রবার বিকেল নাগাদ এক মহিলা যাত্রী নিয়ে এক টোটোচালক তাঁর দোকানে এসে জানান, তাঁর একটি পার্সেল আছে । পার্সেলের ওপরে তাঁর নাম এবং ফোন নম্বর লেখা ছিল ৷ ফলে পার্সেলটি নিয়ে নেন তিনি ৷ পরে তিনি পার্সেলটি খুলতেই বিস্ফোরণ ঘটে । বিস্ফোরণে গুরুতর আহত হন ওই দোকানে থাকা তপন রায় এবং মহম্মদ সফুরও (Parcel Blast in Hemtabad) ।
এই ঘটনার পরেই পার্সেল নেওয়া নিয়ে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে । জেলার বাসিন্দারা বলেন, ছেলেমেয়েদের পড়াশোনার বইপত্র থেকে শুরু করে জিনিসপত্র কেনাকাটা, সবই অনলাইনে করা হয় । করোনাকালে সেই প্রবণতা আরও বেড়েছে ৷ ফলে বাড়িতে পার্সেলে মালপত্র আসা এখন নিত্যনৈমিত্তিক বিষয় । কিন্তু, কালকের ঘটনার পর থেকেই এই নিয়ে আতঙ্কে রয়েছেন বাহারাইলের সাধারণ মানুষ ৷