রায়গঞ্জ, 18 মার্চ : রায়গঞ্জ ব্লকের তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার করা হল দলেরই বহিষ্কৃত পঞ্চায়েত সদস্য রেজাউল হক ও তার ছয় অনুগামীকে । গতকাল ওই পঞ্চায়েত প্রধান এবং তাঁর স্বামীর উপর হামলা চালায় রেজাউল ও তার অনুগামীরা ৷ এমনই অভিযোগ লিখিতভাবে দায়ের করা হয়েছে রায়গঞ্জ থানায় । তার ভিত্তিতে রেজাউল হক ও তার ছয় অনুগামীকে গ্রেপ্তার করেছে পুলিশ । আজ এই সাতজনকে রায়গঞ্জ আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন ।
রেজাউল হক ও তার অনুগামীরা 9 নম্বর গৌরী অঞ্চলের প্রধান সীমা মণ্ডল ও তাঁর স্বামীর সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে গোলমাল করেছিল । মূলত জোর করে সরকারি কাজ আদায়ের জন্যই রেজাউল আর তার অনুগামীরা বারবার সীমাকে চাপ দিচ্ছিল । তাদের এই দাবি মানতে না চাওয়ায় সোমবার রাতে প্রথমে সীমার স্বামীর উপর হামলা চালায় রেজাউল অনুগামীরা । এতেও তাদের উদ্দেশ্য পূরণ না হওয়ায় গতকাল পঞ্চায়েত অফিসে গিয়ে সীমাকে মারধর করা হয় । এরপর ঘটনার খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায় ।