রায়গঞ্জ, 21 মে :করোনা আবহে আমজনতার পাশে দাঁড়াতে সহযোগিতার হাত বাড়িয়ে দিল উত্তর দিনাজপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ৷ কোভিড আক্রান্তদের চিকিৎসার জন্য সম্পূর্ণ নিজেদের উদ্যোগে অক্সিজেন ব্য়াঙ্ক তৈরি করল তারা ৷ যার নাম ‘আলো অক্সিজেন ব্যাঙ্ক’ ৷
করোনায় আক্রান্ত অনেক রোগীকেই অক্সিজেন দিতে হচ্ছে ৷ ফলে ক্রমশ চাহিদা বাড়ছে মেডিক্য়াল অক্সিজেনের ৷ জটিলতা বাড়াচ্ছে অক্সিজেনের কালোবাজারি ৷ এই পরিস্থিতিতে মানুষকে সহজে অক্সিজেন পৌঁছে দিতেই ‘আলো অক্সিজেন ব্যাঙ্ক’ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সম্পাদক সিদ্দিকি আলম ৷ অক্সিজেনের পাশাপাশি আমজনতার মধ্যে মাস্ক ও স্য়ানিটাইজারও বিলি করছেন তাঁরা ৷ প্রয়োজনে জোগান দিচ্ছেন অক্সিমিটারের ৷