পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

একসময়ের ছায়াসঙ্গীর বিরুদ্ধে লড়াই; দীপার কথায়, "প্রতিপক্ষ প্রতিপক্ষই" - deepa dasmunsi

প্রতিপক্ষকে আমি কখনই দুর্বল মনে করি না। আজ ভোটপ্রচারে এসে একথা বললেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপা দাশমুন্সি।

দীপা দাশমুন্সি

By

Published : Mar 24, 2019, 6:22 PM IST

Updated : Mar 24, 2019, 6:40 PM IST

প্রতিপক্ষ সবসময় প্রতিপক্ষই। আমি কাউকে কোনও সময় দুর্বল মনে করছি না। আজ ভোটপ্রচারে গিয়ে একথা বললেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপা দাশমুন্সি। তিনি বলেন, "বিগত লোকসভা নির্বাচনে আমি আমার পরিবারের মানুষকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলাম। এবারের নির্বাচনে কাছের সাথীকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছি। সব প্রার্থীই শক্তিশালী।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আজ দীপা ইসলামপুর মহকুমায় মাটিকুণ্ডা, আকডিমটিখন্তিসহ বিভিন্ন গ্রামে ভোট প্রচার করেন। গ্রামের মানুষের বিভিন্ন অভিযোগ শুনে তাঁদের সাথে কথাও বলেন। দীপাকে শুভেন্দু অধিকারীর সভা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "যে কোনও দল সভা করতে পারে। তাতে আমার কোনও বক্তব্য নেই। আমি রায়গঞ্জ, কালিয়াগঞ্জ বিভিন্ন জায়গায় প্রচার শুরু করে দিয়েছি। আমি কালিয়াগঞ্জের বয়রা কালীবাড়িতে পুজো দিয়ে ভোট প্রচারের যাত্রা শুরু করেছি। প্রত্যেক দল তাদের গণতান্ত্রিক পদ্ধতিতে কোথা থেকে যাত্রা শুরু করবে সেটা তাদের ব্যাপার। এটা নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাইছি না।"

২০১৪ সালের লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রে দীপা দাশমুন্সির প্রতিপক্ষ ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রিয়রঞ্জন দাশমুন্সির ভাই সত্যরঞ্জন দাশমুন্সি। এবারেও প্রতিপক্ষ হিসেবে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী- তাঁর একসময়ের ছায়াসঙ্গী ইসলামপুরের কংগ্রেস নেতা কানাহাইয়ালাল আগরওয়াল। ফলে এবারের লোকসভা নির্বাচনে যে তাঁকে একপ্রকার ঘরের লোকের বিরুদ্ধেই লড়াইয়ে নামতে হয়েছে সেটা তিনি নাম না করেই আজ উল্লেখ করেন। তাই তাঁর কাছে নির্বাচনে সকলেই কঠিন প্রতিপক্ষ।

Last Updated : Mar 24, 2019, 6:40 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details