রায়গঞ্জ, 8জুন : সরকারি দপ্তরগুলো চালু হতেই দিনভর সামাজিক দূরত্ব না মানার নানান ছবি চোখে পড়ল উত্তর দিনাজপুর জেলায় । বিশেষত জেলার রেজিস্ট্রি অফিসে সামাজিক দূরত্ব ভাঙ্গার পাশাপাশি একাধিক বিধিভঙ্গের ছবি প্রকাশ্যে এসেছে ।
দীর্ঘদিন লকডাউনের পরে আজ সরকারি দপ্তর খুলে দেওয়া হল জনসাধারণের জন্য ৷ সোশাল ডিস্টেন্স মেনে সব কাজ চললেও ডিস্ট্রিক্ট রেজিস্ট্রারের অফিসে সোশাল ডিস্টেন্স মেনে চলার কোনো দৃশ্য নজরে এল না । জমি কেনা বেচা করতে আসা সাধারণ গ্রাম্য মানুষরা একে অপরের গায়ে গায়ে লেগেই বসে থাকলেন । বেশিরভাগ মানুষের মুখে মাস্ক ছিল না ৷ কেউ সেসবের ধার ধারে না । একই স্ট্যাম্প প্যাডে আঙুল লাগিয়ে দলিলে টিপ সই দিলেন ক্রেতা বিক্রেতারা । যদিও প্রত্যেকের দাবি সরকারি নির্দেশ মেনে কাজ চালানোর চেষ্টা করলেও যে পদ্ধতিতে দপ্তরগুলোতে কাজ হয় সেখানে অনেক ক্ষেত্রেই বিধি ভাঙার না ইচ্ছে থাকলেও তা ভেঙে যায় ।