পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নদীতে স্নান করতে গিয়ে মৃত এক ফেরিওয়ালা - জলে ডুবে উত্তর দিনাজপুরে মৃত

মৃত ব্যক্তির বাড়ি বিহারে । ডালখোলা কলেজ মোড়ে থেকে ফেরিওয়ালার কাজ করতেন তিনি । বেশ কয়েক বছর ধরে এখানেই থাকেন তিনি । আজ সকালে লক্ষ্মণ সুদানী নদীতে স্নান করতে যান ।

Raiganj
Raiganj

By

Published : Oct 11, 2020, 5:33 PM IST

রায়গঞ্জ, 11 অক্টোবর : নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এল ফেরিওয়ালা । ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলার সুদানী নদীতে । স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় নদী থেকে মৃতদেহ উদ্ধার করা হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । মৃতের নাম লক্ষণ মণ্ডল ।

জানা গিয়েছে, মৃত ব্যক্তির বাড়ি বিহারে । ডালখোলা কলেজ মোড়ে থেকে ফেরিওয়ালার কাজ করতেন তিনি । বেশ কয়েক বছর ধরে এখানেই থাকেন তিনি । আজ সকালে লক্ষ্মণ সুদানী নদীতে স্নান করতে যান । সেই সময় আচমকাই সে জলে তলিয়ে যায় । এরপরেই বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই তল্লাশি শুরু করেন তাঁরা । দীর্ঘক্ষণ খোঁজ না মেলায় বিপর্যয় মোকাবিলা দলকে খবর দেওয়া হয় । যদিও বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থানে পৌঁছানোর আগেই স্থানীয় মানুষ তাঁর নিথর দেহ উদ্ধার করে । খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় ডালখোলা থানার পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । এ বিষয়ে ডালখোলা পুলিশ বলেন, "ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ডালখোলাতেই থাকতেন । সে বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে । তবে, তাঁর বাড়ির নির্দিষ্ট ঠিকানা পাওয়া যায়নি । তাঁর বাড়ির নির্দিষ্ট ঠিকানা খোঁজ করা হচ্ছে । "

ABOUT THE AUTHOR

...view details