রায়গঞ্জ , 15 সেপ্টেম্বর : যুবকের বুদ্ধির জেরে উদ্ধার হল এক নাবালিকা ৷ ঘটনাটি রায়গঞ্জের সরকার বাসস্ট্যান্ড এলাকার ৷ পরে নাবালিকাকে উত্তর দিনাজপুর জেলা চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয় ।
স্থানীয় সূত্রে খবর , উদ্ধার হওয়া কিশোরী অসমের রঙ্গিয়া জেলার বাসিন্দা ৷ অভিযোগ, গতকাল তাঁর হবু স্বামী কিশোরীকে অন্য এক যুবকের কাছে পাচার করার জন্য দিয়ে যায় ৷ একটি সরকারি বাসে ওই কিশোরী এবং যুবক শিলিগুড়ি থেকে রওনা দেয় ৷ পরে বিহারের কিষাণগঞ্জ এলাকায় ওই যুবক বাস থেকে নেমে যায় ৷
বাসে কিশোরীর পাশের সিটেই ছিলেন রায়গঞ্জ শহরের মিলনপাড়ার বাসিন্দা সুভ্রদীপ ভৌমিক ৷ তাঁর সন্দেহ হয় কিশোরীকে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে ৷ পরে নাবালিকার সঙ্গে কথা বলেন সুভ্রদীপবাবু ৷ তবে তিনি কিশোরীর ভাষা বুঝতে না পারায় রায়গঞ্জ সরকারি বাসস্ট্যান্ডে নিয়ে আসেন ।