রায়গঞ্জ, 8 অক্টোবর: রাজ্য সরকারের নির্দেশে দুর্গাপুজো কার্নিভাল (Durga Puja Carnival) হচ্ছে বিভিন্ন জেলায় ৷ আর তার থেকে পিছিয়ে নেই রায়গঞ্জও ৷ আর এই কার্নিভালেই ঘটল বিপত্তি ৷ গরুর গুঁতোয় মৃত্যু হল এক ব্যক্তির (One dies in cattle attack) ৷ তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় বিধায়ক । মৃতের পরিবাররকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেবেন বলে তিনি জানান ।
জানা গিয়েছে, দুর্গাপুজা কার্নিভালে একটি পুজো কমিটি গরুর গাড়িতে করে প্রতিমা নিয়ে প্রদর্শন করছিল ৷ আর সেইসময়ে গরুগুলি দড়ি ছিঁড়ে প্রতিমা ফেলে বেড়িয়ে আসে ৷ এরপর গরু সিং দিয়ে গুঁতো মারে একাধিক ব্যক্তিকে । তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে (Fatal Incident in Raiganj) ৷
দুর্গাপুজোর কার্নিভালে ঘটল বড়সড় দুর্ঘটনা আরও পড়ুন:শনিবার রেড রোডে দুর্গা পুজো কার্নিভাল, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ততা তুঙ্গে
পুলিশ সূত্রে খবর, ওই মৃত ব্যক্তির নাম সাধন কর্মকার । ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের গীতাঞ্জলি সিনেমা হলের কাছে । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জ শহর জুড়ে । ঘটনায় কমপক্ষে 30 জন আহত হয়েছেন । আহতদের তড়িঘড়ি রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । প্রাথমিক চিকিৎসা করে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ দুই থেকে তিনজন এখনও চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে (cattle attack at Durga Puja Carnival in Raiganj) ।
উল্লেখ্য, রায়গঞ্জ শহরের অনুশীলনী ক্লাব গরুর গাড়িতে প্রতিমা সাজিয়ে কার্নিভালে অংশগ্রহণ করেছিল । প্রথমদিকে সবকিছু ঠিক থাকলেও পরবর্তী সময়ে মানুষের ভিড়, বিভিন্ন ধরনের আওয়াজ ও লাইটের প্রভাবে দুটি গরু দড়ি ছিঁড়ে বেড়িয়ে যাওয়ার চেষ্টা করে বলে জানা গিয়েছে । এরপর প্রতিমা উল্টে দিয়ে গরু দুটি এদিক-ওদিক দৌড়তে শুরু করে । জেলাশাসক অরবিন্দকুমার মিনা ও রায়গঞ্জ জেলার পুলিশ সুপার সানা আখতার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান । আহতদের শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন । এরইমধ্য়ে কয়েকঘণ্টা সিসিইউতে চিকিৎসা হওয়ায় পর সাধনের মৃত্যু হয় ।