রায়গঞ্জ, 18 ফেব্রুয়ারি: তৃণমূল কংগ্রেসে গোষ্ঠী সংঘর্ষে ( TMC Inner Clash in Uttar Dinajpur) গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক জনের ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের গোয়ালপোখর থানার মদিনাচকে ৷ ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হওয়ায় বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের ভাইপোর মৃত্যুর ঘটনায় ড্যামেজ কন্ট্রোলে আসরে নেমেছেন রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখরের তৃণমূল কংগ্রেস বিধায়ক গোলাম রব্বানী। মৃতের পরিবারের লোকজনের সঙ্গে কথাও বলেন তিনি ৷
জানা গিয়েছে, শুক্রবার রাতে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানা থেকে একশো মিটার দূরে মদিনাচক গ্রামে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষ বাঁধে। জৈনগাঁও গ্রাম পঞ্চায়েত প্রধান মহম্মদ নাজিসের নেতৃত্বে পঞ্চায়েত সদস্য মহম্মদ খলিলের আত্মীয়দের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ । জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। আশঙ্কাজনক তিনজনই একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । রাতে ফের আক্রান্ত হন মহম্মদ আরিফ আলম নামে 27 বছরের যুবক। গোয়ালপোখর থানার পুলিশ তাঁকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতাল নিয়ে এলে চিকিৎসকরা আরিফকে মৃত বলে ঘোষণা করেন।