পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু যুবকের - One died in accident in Raiganj

আজ সকালে ডালখোলা থেকে নিজের মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন তাইউম । ইটাহার থানার 34 নম্বর জাতীয় সড়কে গর্ত থাকায় তাঁর মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পারে গিয়ে ধাক্কা মারে ৷ ফলে ঘটনাস্থানেই মৃত্যু হয় ওই যুবকের ।

Accident
রায়গঞ্জে মোটরবাইক চালিয়ে বাড়ি ফেরার পথে র্দুঘটনায় মৃত্যু যুবকের

By

Published : Sep 16, 2020, 1:46 PM IST

রায়গঞ্জ , 16 সেপ্টেম্বর : মোটরবাইক চালিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের । নাম আবদুল মহম্মদ তাইউম ( 23) ৷ ইটাহার থানার 34 নম্বর জাতীয় সড়কের ঘটনা । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে , ঝাড়খণ্ডের পাকুর জেলার করণডাঙ্গীর বাসিন্দা আবদুল মহম্মদ তাইউম দীর্ঘদিন ধরে উত্তর দিনাজপুর জেলার ডালখোলার একটি বিস্কুট কারখানায় কাজ করতেন । আজ সকালে ডালখোলা থেকে তাঁর নিজের মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন । ইটাহার থানার 34 নম্বর জাতীয় সড়কে গর্ত থাকায় তাঁর মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পারে গিয়ে ধাক্কা মারে ৷ ফলে ঘটনাস্থানেই মৃত্যু হয় ওই যুবকের । খবর পেয়ে ঘটনাস্থানে আসে ইটাহার থানার পুলিশ । দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয় ।

মৃত তাইউমের আত্মীয় আবদুল হক আনসারি জানিয়েছেন, বাড়ি ফেরার পথে ইটাহার থানার 34 নম্বর জাতীয় সড়কে গর্ত থাকায় তাঁর মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা মারে ৷ ওখানেই তাইউম মারা যান ৷ পুলিশ আমাদের খবর দিলে আমরা তড়িঘড়ি হাসপাতালে চলে আসি ৷

ABOUT THE AUTHOR

...view details