পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জাল বই বিক্রির দায়ে রায়গঞ্জে গ্রেপ্তার এক - রায়গঞ্জ থানা

আজ বিকেলে রায়গঞ্জ থানার পুলিশ শহরের বিধাননগর মোড়ের একটি বইয়ের দোকানে অভিযান চালিয়ে 81 টি জাল বই উদ্ধার করে। জাল বই বিক্রি করার দায়ে ওই দোকানের মালিককে গ্রেপ্তার করেছে তদন্তকারী আধিকারিকরা ৷

Raiganj
জাল বই বিক্রির দায়ে রায়গঞ্জে গ্রেপ্তার এক

By

Published : Feb 12, 2020, 6:07 AM IST

রায়গঞ্জ, 11 ফেব্রুয়ারি : উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় চলছে জাল বই বিক্রি। অভিযোগ আগেও উঠেছিল । এরপরই আজ সন্ধ্যা প্রায় 6টা নাগাদ পুলিশের জালে ধরা পড়ল বই জাল চক্রের সঙ্গে জড়িত এক ব্যক্তি । নাম চঞ্চল রায় । অভিযোগ, কলকাতার এক নামী প্রকাশনা সংস্থার বই জাল করে বিক্রি করত সে । পুলিশ জানিয়েছে, অন্যান্য দোকানেও সরবরাহ করা হত জাল বই ।

রায়গঞ্জ শহরেই চলত দেদার বই বিক্রি । পুলিশ সূত্রে জানা গেছে , আজ বিকেলে রায়গঞ্জ থানার পুলিশ শহরের বিধাননগর মোড়ের একটি বইয়ের দোকানে অভিযান চালিয়ে 81টি জাল বই উদ্ধার করেছে । জাল বই বিক্রি করার দায়ে ওই দোকানের মালিককে গ্রেপ্তার করা হয়েছে । তার বিরুদ্ধে জাল বই বিক্রির পাশাপাশি অন্যান্য বইয়ের দোকানেও সেই বই সরবরাহ করার অভিযোগ রয়েছে । ।

রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার বলেন, "জাল বই বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ পুলিশ জেলার আধিকারিকরা । ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে । বেশ কয়েকদিন আগে থেকেই নকল বই বিক্রির একটি চক্র জেলার বিভিন্ন প্রান্তে সক্রিয় হয়েছে বলে খবর আসছিল । সেই সূত্র ধরে তদন্ত শুরু করতেই সাফল্য পায় রায়গঞ্জ জেলা পুলিশ । 81 টি নামী প্রকাশনা সংস্থার জাল বই সহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details