রায়গঞ্জ, 21 মে : উত্তর দিনাজপুরের করণদিঘি বিধানসভায় 100 বেডের কোভিড সেফ হোম চালু করলেন তৃণমূল বিধায়ক গৌতম পাল ৷ যেখানে আধুনিক চিকিৎসার প্রায় সবরকম ব্যবস্থাই রয়েছে ৷ করণদিঘি মডেল স্কুলে তৈরি হওয়া এই সেফ হোমের উদ্বোধন করেন উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দকুমার মীনা । উপস্থিত ছিলেন রায়গঞ্জের পুলিশ সুপার সুমিত কুমার এবং অতিরিক্ত পুলিশ সুপার যশপ্রীত সিং।
বিধায়ক পদে শপথ নেওয়ার পরেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়েছেন করণদিঘির বিধায়ক গৌতম পাল ৷ সেই মতো করণদিঘি মডেল স্কুলে 100 বেডের একটি সেফ হোম তৈরি করেছেন তিনি ৷ যেখানে কম সঙ্কটজনক করোনা আক্রান্তদের চিকিৎসা হবে ৷ বিধায়ক গৌতম পাল জানিয়েছেন, আপাতত 100 বেডের সেফ হোম করা হলেও, সেখানে 400 শ্যযার পরিকাঠামো রয়েছে । প্রয়োজন হলে সেফ হোমের শয্যার সংখ্যা বাড়ানো হবে । এই সেফ হোমে অক্সিজেন পরিষেবা থাকার পাশাপাশি রোগীদের মনোরঞ্জনের জন্য টিভি এবং সাউন্ড সিস্টেমের ব্যবস্থা রাখা হয়েছে । সবসময়ের জন্য করোনা আক্রান্তদের দেখাশোনা করতে নার্স ও স্বাস্থ্যকর্মী ছাড়াও মোট 20 জন লোক থাকবেন ।