রায়গঞ্জ, 16 ফেব্রুয়ারি : পুলিশের সাব ইনস্পেকটরের বৃদ্ধা মায়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য রায়গঞ্জে । সোমবার রাতে রায়গঞ্জের বীরঘই গ্রাম পঞ্চায়েতের জয়নগর গ্রামে দুর্ঘটনাটি ঘটে । রায়গঞ্জ পুলিশ জেলার উচ্চপদস্থ তদন্তকারী আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছেন।
সোমবার গভীর রাতে নিজের শোওয়ার ঘর থেকে উদ্ধার হয় বাতাসী বর্মন(৭০)-এর রক্তাক্ত দেহ । বাড়ির লোক রায়গঞ্জ থানায় খবর দিলে, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় ৷ বৃদ্ধার মাথার ডানদিকে আঘাতের চিহ্ন মিলেছে । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান তাঁকে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে । মৃতার নাতি শঙ্কর, বাবার সঙ্গেই বাড়ির পাশে চায়ের দোকান চালান । পুলিশের প্রাথমিক অনুমান, এদিন রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঠাকুমার ঘর থেকে টাকা নিতে যান বছর চব্বিশের শঙ্কর । তখন সেই কাজে বাধা পেয়েই, ঠাকুমাকে খুন করেন তিনি বলে অনুমান । তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে । মৃতার প্রতিবেশীদের কথায়, স্বভাবগতভাবে সকলের সঙ্গেই ওই মহিলার সুসম্পর্ক ছিল । বাড়িতে কারও সঙ্গে ঝগড়া বিবাদও ছিল না ।