রায়গঞ্জ, 7 জুন : রাজ্যজুড়ে লকডাউন পরিস্থিতির জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন উত্তর দিনাজপুর জেলার ঢেঁড়শ চাষিরা ৷ তাঁদের দাবি, একে অতিবৃষ্টিতে ঢেঁড়শের ফলন এবছর কম হয়েছে, তার উপর লকডাউন পরিস্থিতির জন্য বাজার সেভাবে না বসায় কম দামে ফসল বিক্রি করতে হচ্ছে ৷ বহু কৃষকই ঋণ নিয়ে ঢেঁড়শ চাষ করেছেন ৷ অথচ এখন চাষের খরচটুকুই উঠছে না ৷ মহাজনের ঋণ পরিশোধ করবেন কীভাবে ? কীভাবেই বা চলবে সংসার ? ভেবে উঠতে পারছেন না কৃষকরা ৷
উত্তর দিনাজপুর জেলায় ধান, গম, ভুট্টার পাশাপাশি নানা ধরনের সবজি চাষও প্রচুর পরিমাণে হয় ৷ সবজি চাষ মূলত রায়গঞ্জ ব্লকেই বেশি হয়ে থাকে ৷ সবজি চাষের মধ্যে ঢেঁড়শ অন্যতম ৷ ফলনও হয় ভালোই ৷ চলতি বছরও গ্রামের পর গ্রাম, ক্ষেতজুড়ে হয়েছে ঢেঁড়শের চাষ ৷
এদিকে, করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে রাজ্যজুড়ে নানা বিধিনিষেধ কার্যকর করেছে সরকার ৷ যার জেরে কার্যত লকডাউন পরিস্থিতি তৈরি হয়েছে ৷ ফলে চরম সমস্যায় পড়েছেন ঢেঁড়শ চাষিরা ৷ রায়গঞ্জ ব্লকের উৎপাদিত ঢেঁড়শ জেলার বাইরে, এমনকী কলকাতাতেও পাইকারি দামে বিক্রি করেন কৃষকরা ৷ কিন্তু লকডাউন পরিস্থিতির জেরে বাইরের পাইকাররা রায়গঞ্জে আসছেন না ৷