পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিয়োগপত্র পেয়েও কাজে যোগ দিতে পারছেন না ঝাড়খণ্ডের ৮ নার্স - cannot join job

ঝাড়খণ্ড থেকে নার্সিং পরীক্ষায় পাশ করে চলতি মাসের ১ তারিখ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন হাসপাতালে কাজে যোগ দিতে আসেন প্রতিবেশী রাজ্যের আটজন নার্স। কাজে যোগ দেওয়ার বৈধ নির্দেশিকা ছিল। নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো ছিল, ফেব্রুয়ারির ৭ থেকে ২০ তারিখের মধ্যে কাজে যোগ দিতে হবে। কিন্তু জেলা স্বাস্থ্য দপ্তরে এসে যোগাযোগ করতেই ঝাড়খণ্ডের নার্সিং ট্রেনিং দপ্তরের NOC দেখতে চাওয়া হয়। কিন্তু তাদের কাছে সংশ্লিষ্ট দপ্তরের NOC ছিল না। NOC দেখাতে না পারায় এরাজ্যে তাদের রেজিস্ট্রেশন হয়নি। যার ফলে তাঁরা কাজে যোগ দিতে পারছেন না।

Nurses didnt get the permission to join their duty

By

Published : Feb 13, 2019, 2:29 PM IST

রায়গঞ্জ, ১৩ ফেব্রুয়ারি : চাকরি পেয়েছেন। নিয়োগপত্রও আছে। তাও কাজে যোগ দিতে পারছেন না ঝাড়খণ্ড থেকে আসা আটজন নার্স। কারণ নার্সিং কোর্সের বৈধতা সংক্রান্ত NOC নেই তাঁদের কাছে। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার।

ঝাড়খণ্ড থেকে নার্সিং পরীক্ষায় পাশ করে চলতি মাসের ১ তারিখ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন হাসপাতালে কাজে যোগ দিতে আসেন প্রতিবেশী রাজ্যের আটজন নার্স। কাজে যোগ দেওয়ার বৈধ নির্দেশিকা ছিল। নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো ছিল, ফেব্রুয়ারির ৭ থেকে ২০ তারিখের মধ্যে কাজে যোগ দিতে হবে। কিন্তু জেলা স্বাস্থ্য দপ্তরে এসে যোগাযোগ করতেই ঝাড়খণ্ডের নার্সিং ট্রেনিং দপ্তরের NOC দেখতে চাওয়া হয়। কিন্তু তাদের কাছে সংশ্লিষ্ট দপ্তরের NOC ছিল না। NOC দেখাতে না পারায় এরাজ্যে তাদের রেজিস্ট্রেশন হয়নি। যার ফলে তাঁরা কাজে যোগ দিতে পারছেন না।

গতকাল জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধাকে তাঁরা বিষয়টি জানান। তিনি বলেন, সকলেই ঝাড়খণ্ড থেকে নাসিং পাশ করেছেন। তাঁদের কাছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সেলিং-র বৈধ রেজিস্ট্রেশন নম্বর নেই। তাই তাঁদের কাজে যোগ দিতে দেওয়া যাচ্ছে না। তিনি একটি চিঠি লিখে দিয়েছেন। চিঠি নিয়ে তাদের স্বাস্থ্যভবনে যাবার নির্দেশ দিয়েছেন। ঝাড়খণ্ডেও NOC-র জন্য দরখাস্ত লিখে পাঠাতে বলেছেন। NOC পেলে তা রাজ্যের স্বাস্থ্যভবনে গিয়ে জমা দিতে বলেছেন। যদি রাজ্য স্বাস্থ্য দপ্তর নির্দেশ দেন তাহলেই তাঁরা কাজে যোগ দিতে পারবেন। তবে সব মিলিয়ে দুই-তিন মাস লেগে যেতে পারে। কিন্তু দেরি হলেও অবশ্যই তাঁরা কাজে যোগ দিতে পারবেন। এরকমই আশ্বাস দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

অন্যদিকে NOC না থাকায় ভিন রাজ্যে এসে সমস্যায় পড়েছেন এই আটজন নার্স। তাঁদেরই একজন অনুপ্রিয়া বলেন, "আমাদের কাছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন চাওয়া হচ্ছে। আমাদের কাছে ঝাড়খণ্ডের রেজিস্ট্রেশন আছে। তাই আমাদের সেখান থেকে NOC নিয়ে আসতে বলা হয়েছে। আমরা এখানে কাউন্সিল অফিসে যোগাযোগ করে সমস্যার কথা জানালে তারা আমাদের কথা শুনছে না। আমরা জেলা স্বাস্থ্য দপ্তরেও আবেদন করেছি। কিন্তু কোনও সুরাহা মেলেনি।"

রাজ্য বা জেলা স্বাস্থ্য দপ্তর সঠিকভাবে কিছুই জানাতে পারছে না। ফলে সবমিলিয়ে রীতিমতো বিভ্রান্তি ছড়িয়েছে। এই অবস্থায় নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ভিন রাজ্য থেকে আসা এই আটজন নার্স।

ABOUT THE AUTHOR

...view details