পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা আক্রান্তের সংখ্যা ফের বাড়লো উত্তর দিনাজপুরে - উত্তর দিনাজপুরে কোরোনা আক্রান্ত

উত্তর দিনাজপুরে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । আজ এই জেলায় সাত জন কোরোনা আক্রান্ত । এরফলে উত্তর দিনাজপুরে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা হল 173 জন ।

corona cases increased in north dinajpur
বাড়ছে কোরোনা আক্রান্ত

By

Published : Jun 4, 2020, 11:44 PM IST

রায়গঞ্জ, 4 জুন : উত্তর দিনাজপুর জেলায় সাতজনের কোরোনা সংক্রমণ । স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে যে, ওই সাতজনের মধ্যে পাঁচজন ইসলামপুর মহকুমার এবং দুজন রায়গঞ্জ মহকুমার ইটাহার ব্লকের বাসিন্দা।তাদের চিকিৎসা শুরু করা হয়েছে। এই নতুন সাতজন কোরোনা আক্রান্ত নিয়ে জেলার মোট আক্রান্তের সংখ্যা 173 জন ।

উত্তর দিনাজপুর জেলার দুই মহকুমাতেই একের পর এক কোরোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিনের পর দিন বাড়ছে।গত 9 মে পর্যন্ত জেলায় কেউ কোরোনা আক্রান্ত হয় নি । তবে এরপর থেকে একের পর এক আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে।

যদিও স্বাস্থ্য দপ্তরের একাংশের দাবি,মালদা ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পড়ে থাকা সমস্ত সোয়াব পরীক্ষার রিপোর্ট আসলে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে। স্বাস্থ্য দপ্তরের তরফে আক্রান্তদের চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান বলেন,বেশিরভাগই সুস্থ হয়ে যাবে।

ABOUT THE AUTHOR

...view details