রায়গঞ্জ. 28 নভেম্বর : উপনির্বাচনে হেরে NRC-কে দুষলেন কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের BJP প্রার্থী কমল সরকার । তিনি বলেন, "NRC -কে হাতিয়ার করে মানুষকে ভুল বুঝিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ এই হাতিয়ার আমরা প্রতিহত করতে পারিনি ৷ এটাই আমাদের ব্যর্থতা ৷"
NRC ইশুতে তৃণমূলের প্রচারের মোকাবিলা করতে না পেরেই হার, বলছেন BJP প্রার্থী
কালিয়াগঞ্জ আসনে উপনির্বাচনে হারের পর BJP প্রার্থী কমল সরকার বলেন, NRC নিয়ে তৃণমূলের প্রচারের মোকাবিলা ঠিক মতো করতে না পারার জেরে তৃণমূল কংগ্রেস জিতেছে ।
কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে 2304 ভোটে জয়ী হয়েছে তৃণমূল ৷ BJP প্রার্থী কমল সরকার পেয়েছেন 95014 ভোট ৷ যদিও মাত্র ছয় মাস আগেই লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে লিড পেয়েছিল BJP । খড়গপুর (সদর) ও করিমপুর কেন্দ্রেও মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির ৷ NRC নিয়ে তৃণমূল ভুল বুঝিয়েছে সাধারণ মানুষকে ৷ নির্বাচনী ব্যর্থতার কারণ হিসেবে এমন দাবি করছেন কমলবাবু ৷ আজ ভোট গণনা শেষ হতেই তিনি বলেন, "যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে । এটা যুদ্ধের ময়দান ছিল ৷ আমরা জিততে পারিনি তা ঠিকই । তবে এই হারের ফলে আমরা গুটিয়ে যাব না । বরং আরও জোরদার ভাবে NRC নিয়ে প্রচার শুরু করতে হবে । NRC যে মানুষের খারাপ করবে না, তা মানুষকে বোঝাতে হবে ৷ BJP কখনও মানুষের খারাপ করতে পারে না ৷ তা বোঝানোই আমাদের উদ্দেশ্য হবে ।"
আজ গণনার শুরুর দিকে প্রথম কয়েক রাউন্ডে কালিয়াগঞ্জে এগিয়ে ছিল BJP ৷ এ বিষয়ে কমলবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "প্রথম রাউন্ড থেকেই আমি বুঝে গিয়েছিলাম জয়-পরাজয় অত্যন্ত কম ব্যবধানে হবে । সেটাই হল ।"