পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

NRC ইশুতে তৃণমূলের প্রচারের মোকাবিলা করতে না পেরেই হার, বলছেন BJP প্রার্থী - kaliaganj latest news

কালিয়াগঞ্জ আসনে উপনির্বাচনে হারের পর BJP প্রার্থী কমল সরকার বলেন, NRC নিয়ে তৃণমূলের প্রচারের মোকাবিলা ঠিক মতো করতে না পারার জেরে তৃণমূল কংগ্রেস জিতেছে ।

Kaliaganj
কমল সরকার

By

Published : Nov 28, 2019, 5:09 PM IST

রায়গঞ্জ. 28 নভেম্বর : উপনির্বাচনে হেরে NRC-কে দুষলেন কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের BJP প্রার্থী কমল সরকার । তিনি বলেন, "NRC -কে হাতিয়ার করে মানুষকে ভুল বুঝিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ এই হাতিয়ার আমরা প্রতিহত করতে পারিনি ৷ এটাই আমাদের ব্যর্থতা ৷"

কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে 2304 ভোটে জয়ী হয়েছে তৃণমূল ৷ BJP প্রার্থী কমল সরকার পেয়েছেন 95014 ভোট ৷ যদিও মাত্র ছয় মাস আগেই লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে লিড পেয়েছিল BJP । খড়গপুর (সদর) ও করিমপুর কেন্দ্রেও মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির ৷ NRC নিয়ে তৃণমূল ভুল বুঝিয়েছে সাধারণ মানুষকে ৷ নির্বাচনী ব্যর্থতার কারণ হিসেবে এমন দাবি করছেন কমলবাবু ৷ আজ ভোট গণনা শেষ হতেই তিনি বলেন, "যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে । এটা যুদ্ধের ময়দান ছিল ৷ আমরা জিততে পারিনি তা ঠিকই । তবে এই হারের ফলে আমরা গুটিয়ে যাব না । বরং আরও জোরদার ভাবে NRC নিয়ে প্রচার শুরু করতে হবে । NRC যে মানুষের খারাপ করবে না, তা মানুষকে বোঝাতে হবে ৷ BJP কখনও মানুষের খারাপ করতে পারে না ৷ তা বোঝানোই আমাদের উদ্দেশ্য হবে ।"

ভিডিয়োয় দেখুন কী বলেছেন কালিয়াগঞ্জের BJP প্রার্থী

আজ গণনার শুরুর দিকে প্রথম কয়েক রাউন্ডে কালিয়াগঞ্জে এগিয়ে ছিল BJP ৷ এ বিষয়ে কমলবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "প্রথম রাউন্ড থেকেই আমি বুঝে গিয়েছিলাম জয়-পরাজয় অত্যন্ত কম ব্যবধানে হবে । সেটাই হল ।"

ABOUT THE AUTHOR

...view details