রায়গঞ্জ, 30 নভেম্বর:গরিব নিম্নবিত্ত পরিবারের ছেলে আজ স্বপ্ন পূরণের লক্ষ্যে পাড়ি দিচ্ছে ভিন দেশে । লক্ষ্য, দেশের জন্য নতুন কিছু করা । যা মানুষের উপকারে ব্যবহৃত হবে । উত্তর দিনাজপুরের (North Dinajpur news) কৃষকের ছেলে শুভজিৎ গবেষণা করতে যাচ্ছেন মালয়েশিয়া (Farmer son to go to Malaysia)৷
করণদিঘি ব্লকের প্রত্যন্ত বিকনপুর গ্রাম । এই গ্রামেই ছোট থেকে বড় হয়েছেন শুভজিৎ সরকার । তাঁর বাবা শংকর সরকার পেশায় কৃষক । শুভজিতের শিক্ষাজীবন শুরু হয় গ্রামের প্রাথমিক বিদ্যালয়েই । এখান থেকে আর পাঁচটা পড়ুয়ার মতোই ধাপে ধাপে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরনো ৷ স্নাতকোত্তর শেষ করে শুরু হয় গবেষণা । আর এই গবেষণার জন্যই বিকনপুরের শুভজিৎ ডাক পেয়েছেন সুদূর মালয়েশিয়াতে । কুয়ালালামপুরে মালায়া বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ পেয়েছেন তিনি । তাঁর গবেষণার বিষয়বস্তু সিন্থেটিক অর্গানিক কেমিস্ট্রির সঙ্গে লিক্যুইড ক্রিস্টাল ।
শুভজিৎ জানান, প্রথমে তিনি তাঁর গবেষণার প্রাথমিক বিষয়বস্তু মালয়েশিয়ার গাইডকে পাঠান । তিনি পুরো বিষয়টি যাচাই করে সবুজ সংকেত দেন । এর 7-8 মাস বাদে মালায়া বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন শুভজিৎ । অবশেষে সেখান থেকে ডাক আসে তাঁর কাছে । এর জন্য ভারত সরকারের থেকে ফেলোশিপও পান তিনি । শুভজিৎ জানিয়েছেন, 3 বছরের জন্য মোট 1 কোটি 25 লক্ষ টাকা ফেলোশিপ পেয়েছেন তিনি ।