রায়গঞ্জ, 10 মে : গণপরিবহণের সঙ্গে যুক্ত কর্মীদের কোভিড টিকাকরণের দাবি তুলল উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন । বাসকর্মীরা প্রতিনিয়ত বিভিন্ন যাত্রীদের নিয়ে চলাফেরা করেন । বাসগুলিতে সেভাবে সামাজিক দূরত্ববিধি মেনে চলা সম্ভব হয় না । আর সেই কারণে গণপরিবহণ কর্মীদের করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকেই, তাঁদের কোভিড টিকাকরণের দাবি তুলেছে সংগঠনগুলি ৷ আগামীকাল উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জেলাশাসকের কাছে ভ্যাকসিনেশনের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন সংস্থার সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক ।
উত্তর দিনাজপুরের বাসকর্মীদের আলাদাভাবে ভ্যাকসিনেশনের দাবি সংগঠনের - গণপরিবহণ
গণপরিবহণের সঙ্গে যুক্ত কর্মীদের কোভিড টিকাকরণের দাবি তুলল উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ৷ আগামীকাল উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জেলাশাসকের কাছে ভ্যাকসিনেশনের আবেদন জানাবে সংগঠন ৷
আরও পড়ুন :নেই যোগান, প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়ার কাজ বন্ধ করল ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ
প্রতিদিন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ইসলামপুর বাসস্ট্যান্ড থেকে শয়ে শয়ে বাস মিনিবাস ও অন্যান্য যানবাহন যাত্রী পরিষেবার জন্য বালুরঘাট, মালদা ও শিলিগুড়িতে যাতায়াত করে । এই যাত্রী পরিষেবার সাথে যুক্ত থাকেন জেলার কয়েকশো পরিবহণ কর্মী । বাস চালক থেকে কন্ডাকটর, খালাসি ও মালিকেরা সরাসরি এই যাত্রী পরিষেবার সাথে যুক্ত থাকেন । এদের সাথে জেলা ও ভিন জেলার মানুষের প্রতিদিনই পরিষেবার কারণে সংস্পর্শে আসতে হয় । ফলে করোনা সংক্রমণের আশঙ্কা থেকেই যায় পরিবহন কর্মীদের মধ্যে । এবার করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে ছড়িয়ে পড়েছে, যেকোনও মুহূর্তে বাস সহ অন্যান্য গণপরিবহন কর্মীরা করোনা রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন তাঁরা । আর তাই বাসকর্মী থেকে অন্যান্য গণপরিবহন কর্মীদের খুব দ্রুত কোভিড ভ্যাকসিনেশনের দাবি জানিয়েছে সংগঠনগুলি ৷