রায়গঞ্জ, 29 জুন : জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের ডাকা ধর্মঘটে সামিল হতে পারছে না উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ৷ সংগঠনের পক্ষ থেকে এই কথা জানান সম্পাদক প্লাবন প্রামাণিক।
বাস ধর্মঘট হচ্ছে না, জানাল উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
সোমবার পথে তাদের বাস নামায়নি জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট । তাদের সমর্থন করলেও ধর্মঘটে সামিল হতে পারছেন না বলে জানিয়েছে উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ।
তিনি বলেন," ভাড়া বৃদ্ধির দাবিতে বাস ধর্মঘটে উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নৈতিক সমর্থন আছে। কিন্তু আপাতত এই জেলায় কোনও বাস ধর্মঘট হচ্ছে না।" গতকাল জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের পক্ষ থেকে জানানো হয়, সোমবার থেকে কোনও বাস পথে নামবে না।
উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক বাস মালিকদের জন্য একটি স্থায়ী ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। তিনি বলেন,"স্থায়ী ব্যবস্থা করার একটাই উপায় ভাড়া বাড়াতে হবে ৷" এই দাবিতেই জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের পক্ষ থেকে বাস ধর্মঘটে ডাক দেওয়া হয় । প্লাবনবাবু বলেন, "এমন অবস্থা আর কিছু দিন চললে ধর্মঘটের দরকার নেই ৷ নিজে নিজেই গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে ৷"