রায়গঞ্জ, 13 এপ্রিল : লকডাউন পরিস্থিতিতে উত্তর দিনাজপুরের 30 হাজার পরিবারের পাশে দাঁড়াল জেলা BJP । পরিবারগুলির হাতে তুলে দেওয়া হয় খাদ্যসামগ্রী । পাশাপাশি ভিনরাজ্যে আটকে পড়া জেলার প্রায় 25 হাজার শ্রমিকের আগামী 20 দিনের খাবারের ব্যবস্থা করে তারা ।
উত্তর দিনাজপুরে 30 হাজার পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল BJP - লকডাউন
উত্তর দিনাজপুরে 30 হাজার পরিবারকে চাল, ডাল, তেল, মশলা দিয়ে সাহায্য করল জেলা BJP ।
লকডাউনের 20 নম্বর দিন । রোজগার নেই দিন আনা দিন খাওয়া মানুষের । কাজ হারিয়েছেন অনেকে । বিভিন্ন ক্ষেত্রে ব্যবসাও বন্ধ । এই পরিস্থিতিতে পরিবারের মুখে খাবার জোগানো অনেকের পক্ষেই সমস্যার । উত্তর দিনাজপুরে এমন প্রায় 30 হাজার পরিবারের পাশে দাঁড়াল জেলা BJP । গতকাল এখানকার 9 টি বিধানসভার 1500 টি বুথে প্রায় 30 হাজার পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন BJP কর্মী- সমর্থকরা । পরিবারপিছু 5 কেজি চাল, ডাল, তেল ও মশলা দেন তাঁরা । এই খাদ্যসামগ্রী দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক পরিবারকে কোরোনার সতর্কবার্তাও দেওয়া হয় ।
এবিষয়ে জেলা BJP সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, "প্রায় 30 হাজার পরিবারের হাতে 5 কেজি চাল, ডাল, তেল ও মশলা দেওয়া হয়েছে । এর পাশাপাশি লকডাউনে আটকে পড়া আমাদের জেলার প্রায় 25 হাজার শ্রমিককে আগামী 20 দিন খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে ।"