পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

100 Days Work : উত্তর দিনাজপুরে 100 দিনের কাজে বকেয়া 90 কোটি টাকা, সমস্যায় লক্ষাধিক শ্রমিক - উত্তর দিনাজপুর 100 দিনের কাজ

100 দিনের কাজে বকেয়া বাড়ছে । এদিকে টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার ৷ সমস্যায় পড়েছে উত্তর দিনাজপুর জেলার লক্ষাধিক শ্রমিক (no money for 100 days work in Uttar Dinajpur)। এদিকে নানা কাজের সরঞ্জাম কেনা বাবদ-সহ মজুরি নিয়ে উত্তর দিনাজপুর জেলায় 100 দিনের কাজে বকেয়া প্রায় 90 কোটি টাকা ।

100 Days Work news
উত্তর দিনাজপুরে 100 দিনের কাজে বকেয়া

By

Published : May 18, 2022, 7:34 AM IST

রায়গঞ্জ, 17 মে : টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার ৷ 100 দিনের কাজে বকেয়া বাড়ছে লাফিয়ে লাফিয়ে । চরম সমস্যায় উত্তর দিনাজপুর জেলার লক্ষাধিক শ্রমিক (no money for 100 days work in Uttar Dinajpur)। রাজ্য সরকারের জেলা প্রশাসনগুলো কাজ চালু রাখলেও এই পরিস্থিতিতে কাজ চালিয়ে যেতে সমস্যায় পড়েছেন একশো দিনের কাজের মজুরেরা । এদিকে নানা কাজের সরঞ্জাম কেনা বাবদ-সহ মজুরি নিয়ে উত্তর দিনাজপুর জেলায় 100 দিনের কাজে বকেয়া প্রায় 90 কোটি টাকা ।

2021 সালের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে শেষ টাকা ঢুকেছিল ৷ এরপর আর নতুন করে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনও টাকা আসেনি । সেই অবস্থাতেও কাজ চালিয়ে যাচ্ছেন শ্রমিকেরা । দীর্ঘ পাঁচ মাস টাকা না পেয়ে দিন দিন বকেয়ার পরিমাণ পাহাড় সমান হচ্ছে । কেন্দ্রীয় সরকারের এনআরইজিএস প্রকল্পে 100 দিনের কাজে পুকুর খনন, রাস্তা নির্মাণ, মাটি কাটা, খাঁড়ি সংস্কার-সহ নানা ধরনের কাজ করে । গ্রামের মানুষের রোজগারের ভরসা এই কাজ । তাই দীর্ঘ সময় ধরে টাকা না পেয়ে চরম সমস্যায় ভুগছে একশো দিনের কাজের শ্রমিকেরা । সোনালী খাতুন, আর্শাদ আলির মতো একশো দিনের কাজের শ্রমিকেরা জানান, পুকুর খননের কাজ করেছি অথচ টাকা পাইনি ।

উত্তর দিনাজপুরে 100 দিনের কাজে বকেয়া

আরও পড়ুন :100 দিনের কাজে দীর্ঘ বকেয়া, শাসক-বিরোধী চাপানউতোর

স্থানীয় পঞ্চায়েত সদস্য আজগর আলি বলেন, "গ্রামের গরিব মানুষ একশো দিনের কাজের টাকা না পেয়ে খুবই সমস্যায় আছে । বহু কাজ বন্ধও হয়ে আছে । প্রধানের কাছে জানানো হয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না বলেই শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া যাচ্ছে না ।"

রায়গঞ্জ ব্লকের 13 নম্বর কমলাবাড়ি গ্রামপঞ্চায়েতের প্রধান প্রশান্ত কুমার দাস বলেন, "একশো দিনের টাকা শ্রমিকদের না দিতে পারার কারণে যেমন বহু কাজ বন্ধ হয়ে আছে পাশাপাশি আবারও বহু গ্রামের মানুষ টাকার জন্য ভিনরাজ্যে কাজে চলে যাচ্ছেন । বিষয়টি নিয়ে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার না পাঠানোয় চরম সমস্যা দেখা দিয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details