রায়গঞ্জ, 8 মে : সরকারি হাসপাতাল অথচ সেখানে নেই বিদ্যুতের বিকল্প ব্যবস্থা । লোডশেডিং হলেই প্রায় ব্যহত পরিষেবা ৷ এমন বেহাল পরিকাঠামোর চিত্র রায়গঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের (Raiganj Health Center Electricity Problem) ৷ রায়গঞ্জ ব্লকের মহারাজা হাট এলাকায় অবস্থিত এই সরকারি হাসপাতালটি ৷ যেখানে রায়গঞ্জ ব্লকের শীতগ্রাম, রামপুর, মহারাজা-সহ প্রায় 10-12 টি গ্রামের বহু মানুষ পরিষেবার জন্য আসেন । সাধারণ প্রসব-সহ বিভিন্ন ধরনের প্রাথমিক চিকিৎসার জন্য তাঁরা এই হাসপাতালের উপরই নির্ভরশীল । আর সেখানেই এমন অব্যবস্থা ?
চিকিৎসাধীন রোগীর পরিজনদের বক্তব্য়, একদিকে অসহ্য গরম ৷ তার মধ্যে কখনও কখনও 2-3 ঘন্টা বা সারা রাতই বিদ্যুৎ থাকে না ৷ সে সময় চরম দুর্ভোগে পড়তে হয় তাঁদের । আর অসুস্থ হয়ে পড়েন চিকিৎসাধীন রোগীরাও ৷ চরিদিকে এত উন্নয়ন হলেও এই হাসপাতালে কেন একটি জেনারেটারের ব্যবস্থা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ ।