পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Murder in Raiganj: কাকাকে বাঁশ দিয়ে পিটিয়ে 'খুন', অভিযুক্ত ভাইপো - বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা

কাকা গরুর জন্য খাবার তৈরি করছিলেন ৷ সেই সময় হঠাৎ ভাইপো এসে কাকাকে আক্রমণ করে বলে অভিযোগ ৷ বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করা হয় ৷ ভাইপো মানসিক ভাবে অসুস্থ ছিল বলে জানিয়েছে স্থানীয়রা ৷

ETV Bharat
কাকাকে খুন

By

Published : Jun 17, 2023, 9:11 AM IST

উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় কাকাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে

রায়গঞ্জ, ১৭ জুন: নিজের কাকাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে ৷ শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার সমসপুর এলাকায় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম গুল মহম্মদ ৷ বয়স 72 বছর ৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয় ৷ এই ঘটনায় ভাইপোকে গ্রেফতার করেছে ইসলামপুর থানার পুলিশ ৷

স্থানীয় সূত্রে খবর, উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার সমসপুর এলাকার বাসিন্দা গুল মহম্মদ ৷ শুক্রবার সন্ধ্যায় তিনি বাড়িতে গরুর জন্য খাবার বানাচ্ছিলেন ৷ সেই সময় আচমকা তাঁর ভাইপো তসকির আলম কাকা গুল মহম্মদকে পিছন থেকে বাঁশ দিয়ে আঘাত করে বলে অভিযোগ ৷ সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রৌঢ় গুল মহম্মদের ৷ এখবর জানাজানি হতেই আশপাশ থেকে গ্রামবাসী ছুটে আসে ৷ খবর দেওয়া হয় চাকুলিয়া থানায়। ঘটনাস্থলে ছুটে আসে চাকুলিয়া থানার আইসি পিনাকী সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ৷ ছুটে আসেন ডালখোলার এসডিপিও সৌম্যনন্দ সরকার ৷

তিনি জানান, রক্তাক্ত অবস্থায় মাটিতে মৃত অবস্থায় পড়ে ছিলেন গুল মহম্মদ ৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ৷ এই ঘটনায় ভাইপো তসকির আলমকে আটক করে রাখে গ্রামবাসী ৷ তারা তাকে পুলিশের হাতে তুলে দেয় ৷

স্থানীয় মানজার কাদির জানিয়েছেন, অভিযুক্ত তাসকির আলম দীর্ঘদিন ধরে মানসিক দিক দিয়ে অসুস্থ ছিলেন ৷ মাঝে সুস্থ হয়ে উঠেছিলেন তাসকির ৷ ফের তা ফিরে আসায় এই বিপত্তি হল বলে মনে করছেন তিনি ৷ ডালখোলার এসডিপিও সৌম্যনন্দ সরকার জানিয়েছেন, চাকুলিয়া থানার আইসি ফোন করে ঘটনাটি তাঁকে জানান ৷ ঘটনার তদন্ত শুরু করেছে চাকুলিয়ার থানার পুলিশ ৷

আরও পড়ুন: মাকে খুন করে পুঁতে দিল ছেলে ! অভিযুক্তের খোঁজে তল্লাশি

ABOUT THE AUTHOR

...view details