ইসলামপুর, 11 জুন : কুদ্দুস, কাশ্মীরা ও রৌনক ৷ দু'বছরের মধ্যে বাবা-মাকে হারিয়েছে এই তিন শিশু ৷ এমন ঘটনার সাক্ষী ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা গ্রাম পঞ্চায়েতের পোখরপাড়া গ্রাম ৷ প্রতিবেশীরাই আপাতত তাদের দেখভাল করছেন ৷ কিন্তু এভাবে কতদিন ?
স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে প্রধান সকলের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা না হওয়ায় দুশ্চিন্তায় ভুগছেন প্রতিবেশীরাও ৷ বাবা মারা গিয়েছে বছর দুয়েক আগেই । স্বামীহারা মা জেহেরুন বিবি কোনওমতে তিন শিশু নিয়ে দিনমজুরি করে সংসার চালাচ্ছিলেন ৷ মাস দেড়েক হল মা জেহেরুন বিবিও মারা গিয়েছেন । তারপর থেকেই কুদ্দুস, কাশ্মীরা ও রৌনকের ভরণপোষণের দায়িত্ব তুলে নিয়েছিলেন প্রতিবেশীরা ৷
কিন্তু প্রতিবেশীদের পক্ষেও এই তিনজনের দায়ভার নেওয়া আর সম্ভব হয়ে উঠছে না । কি করবেন তাঁরা এদের নিয়ে ? কোথায় যাবেন ? কি খাবে ওরা ? এই নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন গ্রামবাসীরা ।
সাদ্দাম হোসেন নামে এক গ্রামবাসী জানান, ছয় বছর বয়সী বড় ছেলে কুদ্দুস আলম একটি মাদ্রাসাতে পড়াশুনা করে ৷ সে শারীরিকভাবে সক্ষম নয় । তারপর রয়েছে দুটি মেয়ে । একজনের বয়স চার কী পাঁচ হবে ৷ আর অন্যজনের বয়স দুই থেকে তিন বছর । ছোট মেয়েটিকে তার মামার বাড়িতে রাখা হয়েছে । কিন্তু মামারও আর্থিক অবস্থা খুব একটা ভাল নয় ।