রায়গঞ্জ, 26 অগাস্ট : চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ তুলে চিকিৎসক ও নার্সদের মারধর করা হল রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে । পাশাপাশি হাসপাতালেও ভাঙচুর চালানো হয় ৷ ঘটনাস্থানে রায়গঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
করণদিঘির তৃণমূল কংগ্রেস বিধায়ক মনোদেব সিনহার আত্মীয় লিপিকা সিনহা ৷ তিনি গতরাতে বুকের যন্ত্রণা নিয়ে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল হাসপাতালে ভরতি হন ৷ রাতে ব্যথা বেশি হলে কর্তব্যরত নার্সরা তাঁকে ইনজেকশন দেন ৷ এরপরই আজ সকালে তিনি মারা যান ৷ পরিবারের অভিযোগ, ভুল ইনজেকশন দেওয়ায় রোগীর মৃত্যু হয়েছে ৷ এরপরই মৃতের পরিবারের লোকজন চিকিৎসক ও নার্সদের মারধর করে এবং হাসপাতাল ভাঙচুর করে ৷