পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

NBSTC Bus Service: জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে বন্ধ একাধিক সরকারি বাস, নাজেহাল যাত্রীরা - রায়গঞ্জে বন্ধ একাধিক সরকারি বাস

উত্তরোত্তর দাম বাড়ছে পেট্রল-ডিজেলের ৷ কিন্তু সে তুলনায় বাস ভাড়া বাড়েনি ৷ তাই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার(NBSTC Bus Service)একাধিক সরকারি বাস বন্ধ হয়ে পড়ে রয়েছে রায়গঞ্জ বাস ডিপোতে ৷ বাসের সংখ্যা কমে যাওয়ায় স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন যাত্রীরা ৷

raiganj
জ্বালানির মৃল্যবৃদ্ধিতে রায়গঞ্জে বন্ধ একাধিক সরকারি বাস

By

Published : Jul 17, 2022, 7:10 PM IST

রায়গঞ্জ, 17 জুলাই: বাড়ছে জ্বালানির দাম । পেট্রল-ডিজেলের এই লাগামহীন মূল্যবৃদ্ধির জেরে একদিকে যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে তেমনি বিপাকে পড়েছে পরিবহণ ব্যবস্থাও। বেসরকারি পরিবহণের পাশাপাশি সরকারি পরিবহণও ধুঁকছে এই মূল্যবৃদ্ধির জেরে। আর তাই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার রায়গঞ্জ ডিপোতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে সরকারি বাস(nbstc bus service partially closed due to increase in fuel prices)।

যে হারে পেট্রল-ডিজেলের দাম বেড়েছে সেই হারে ভাড়া না বাড়ার জেরে সরকারি পরিবহণকে লোকসানের মুখে পড়তে হচ্ছে। আর এর প্রভাবে সরকারি বাসের সংখ্যা কমে যাওয়ায় হয়রানির শিকার যাত্রীরা । তাঁদের বক্তব্য আগে সমস্ত রুটের বাস নিয়মিত ব্যবধানে পাওয়া যেত ৷ কিন্তু এখন দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর মিলছে সরকারি বাস। এর ফলে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে সমস্যা হচ্ছে । শুধু রায়গঞ্জ নয় রাজ্যের আরও বেশ কয়েকটি জায়গাতেও পরিস্থিতি প্রায় একইরকম ৷

জ্বালানির মৃল্যবৃদ্ধিতে রায়গঞ্জে বন্ধ একাধিক সরকারি বাস

আরও পড়ুন :গরমের দাবদাহ থেকে মুক্তি পেতে রায়গঞ্জে 'মর্নিং স্কুল' করার দাবি

জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে চিন্তিত পরিবহণ দফতরও । গত 6 জুলাই রায়গঞ্জ সফরে এসে বিভাগীয় মন্ত্রী ফিরহাদ হাকিম এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন । এক্ষেত্রে বিকল্প ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। এখন কতদিনে এই সমস্যার সমাধান হয় সেটাই দেখার।

ABOUT THE AUTHOR

...view details