রায়গঞ্জ, 23 এপ্রিল: নাবালিকার মৃত্যুর ঘটনায় তদন্তে নামল জাতীয় শিশু সুরক্ষা কমিশন ৷ শনিবার রাতে রায়গঞ্জে এসে পৌঁছয় কমিশনের প্রতিনিধি দল ৷ 21 এপ্রিল, শুক্রবার উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ থানা এলাকায় এক নাবালিকার মৃত্যুতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ পরিবার ও এলাকাবাসীর অভিযোগ তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ জানা গিয়েছে, নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন ৷ রবিবার সকালে কালিয়াগঞ্জে মৃতার পরিবার ও স্থানীয়দের সঙ্গে দেখা করবেন তাঁরা ৷ তবে পুলিশ গতকাল জানিয়েছে, বিষক্রিয়ায় ওই কিশোরীর মৃত্যু হয়েছে ৷ তার দেহে আঘাতের কোনও চিহ্ন মেলেনি ৷
কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো জানিয়েছেন, তাঁরা মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে এসেছেন ৷ এছাড়া সংবাদমাধ্যমে তাঁরা দেখেছেন, পুলিশ মৃত কিশোরীর দেহ অমানুষিক ভাবে ছেঁচড়ে নিয়ে যাচ্ছে ৷ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট পেশ করবেন তাঁরা ৷
রবিবার কমিশনের সদস্যরা ঘটনাস্থল ঘুরে দেখবেন ৷ মৃতার পরিবার ছাড়াও স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলবেন ৷ এছাড়া তদন্তকারী আধিকারিকদের থেকে বিস্তারিত জানবেন প্রতিনিধি দলের সদস্যরা ৷ এরপর আজই দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে তাঁদের ৷ শনিবার রায়গঞ্জ সার্কিট হাউসে রাত্রিবাস করেন ৷