রায়গঞ্জ, 24এপ্রিল: রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার বক্তব্য মিথ্যা । কালিয়াগঞ্জ কিশোরী ধর্ষণকাণ্ডে সোমবার রায়গঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করলেন জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো । তাঁর দাবি কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে । আজই সেই রিপোর্ট রাজ্য এবং ভারত সরকারকেও দেবেন বলে জানান ।
কালিয়াগঞ্জে কিশোরী খুনের ঘটনার তদন্তে এসেছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো । এদিন তদন্তে এসেই তিনি জানান, গত 24 ঘণ্টা জাতীয় শিশু সুরক্ষা কমিশন তদন্ত করলেও, জেলা প্রশাসন তাদের সঙ্গে একটার পর একটা অসহযোগিতা করেছেন । সোমবার সকালে তদন্তকারী অফিসার রিগদেন শ্রিং লেপচা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া উপস্থিত হন । এমনকী ডাইরির কপিটিও তিনি সঙ্গে নিয়ে আসেননি । ময়নাতদন্তের সময় তিনজন চিকিৎসক থাকলেও মাত্র একজন চিকিৎসক উপস্থিত হয়েছিলেন এদিন । বাকি দুই চিকিৎসক ছুটিতে চলে গিয়েছেন বলে জানানো হয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যানকে । পুলিশ এখন পর্যন্ত মৃত কিশোরী মোবাইল বাজেয়াপ্ত করেছে । অথচ মোবাইলে ফেকবুক, ইন্সস্টাগ্রাম সম্পর্কে কোনও তথ্য পুলিশের কাছে নেই ।
আরও পড়ুন:রাজ্যে জাতীয় শিশু সুরক্ষা কমিশন, আজই কালিয়াগঞ্জে যাচ্ছে প্রতিনিধি দল