রায়গঞ্জ, 6 ফেব্রুয়ারি : মেয়ের বিয়ের পণের টাকা জোগারের চাপে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন পিতা ৷ অন্যদিকে বিয়ের পরদিনই শ্বশুরবাড়িতে অস্বাভাবিক মৃত্যু মেয়ের ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার দক্ষিণ কসবা গ্রামে । ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । মৃতা নববধূর নাম পারুল দেবশর্মা (18) । মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ৷ পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে তাঁরা।
স্থানীয় সূত্রে খবর, রায়গঞ্জ শহর সংলগ্ন মাড়াইকুড়া গ্রামপঞ্চায়েতের দক্ষিণ কসবা গ্রামের বাসিন্দা পেশায় লটারি বিক্রেতা উত্তম দেবশর্মার ৷ মেয়ে পারুল দেবশর্মার বিয়ে ঠিক করেন হরিগ্রাম এলাকার বাসিন্দা প্রসেনজিৎ বর্মণের সঙ্গে । 4 ফেব্রুয়ারি বিয়েতে পাত্র পক্ষের তরফে পণ হিসেবে নগদ দেড় লাখ টাকা দাবি করা হয় । হতদরিদ্র উত্তম দেবশর্মা পণের সেই টাকা কোনওরকমে জোগাড় করেন । তবে তাঁকে প্রচুর টাকা ধার দেনা করতে হয় ৷ ফলে ভীষণ মানসিক চাপের মধ্যে ছিলেন তিনি ।