ডালখোলায় গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী এবং ছেলেকে কুপিয়ে হত্যার চেষ্টা রায়গঞ্জ, 10 অক্টোবর: গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী এবং তাঁর ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা ৷ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ডালখোলা থানার রানিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ অভিযোগ, ভাঙাচোরার দোকান চালানো শঙ্কর পাঠকের উপর হামলা চালায় দুষ্কৃতীরা ৷ সেই সময় ছেলে খোকন পাঠক তাঁকে বাঁচাতে গেলে, তাঁর উপরেও হামলা চালায় দুষ্কৃতীরা ৷ দু’জনেই বর্তমানে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি রয়েছেন ৷ আক্রান্ত শঙ্কর পাঠক জানিয়েছেন, পুরনো শত্রুতার জেরেই তাঁর উপরে এই হামলা ৷
পুলিশ সূত্রে খবর, বিহার সীমানা লাগোয়া রানিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্দল সদস্য যুথিকা পাঠক ৷ তাঁর স্বামী শঙ্কর পাঠক এবং ছেলে খোকন পাঠক প্রতিদিনের মতো পাতনোরে নিজেদের দোকানে গিয়েছিলেন ৷ শঙ্করবাবুর ভাঙাচোরার একটি দোকান রয়েছে ৷ এদিন দোকান খোলার কিছুক্ষণ পর পাশের একটি দোকানে যাচ্ছিলেন তিনি ৷ অভিযোগ সেই সময় একদল দুষ্কৃতী হঠাৎই তাঁর উপর হামলা চালায় ৷ বাবার উপর হামলা হতে দেখে খোকন পাঠক তাঁকে বাঁচাতে ছুটে যান ৷ কিন্তু, দুষ্কৃতীরা তাঁর উপরেও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় ৷
এই ঘটনায় দু’জনকে উদ্ধার করে প্রথমে ডালখোলা উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় ৷ সেখানে দু’জনের অবস্থার অবনতি হলে, শঙ্কর পাঠক এবং তাঁর ছেলে খোকন পাঠককে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ পুলিশকে শঙ্কর পাঠক জানিয়েছেন, মাস কয়েক আগে বলরামপুর থানার দক্ষিণ পাতনোর এলাকার বাসিন্দা কালামকে মাদক ও বেআইনি আগ্নেয়াস্ত্র ব্যবসার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছিল ৷ সেই ঘটনায় শঙ্কর পাঠক জড়িত রয়েছেন, এই সন্দেহে কালাম তাঁকে বেশ কয়েকবার হুমকিও দিয়েছিলেন বলে অভিযোগ ৷ এই হামলার পিছনে তাই কালামের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন আক্রান্ত শঙ্কর পাঠক ৷
আরও পড়ুন:চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে নিউটাউনে গিয়েছিলেন সাজিদ, ফিরছে তাঁর মৃতদেহ
এই ঘটনায় কালামের বিরুদ্ধে ডালখোলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ কালামের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন শঙ্কর এবং তাঁর ছেলে ৷ ইসলামপুরের পুলিশ সুপার জসপ্রীত সিং বলেন, ‘‘ডালখোলা থানায় এই ঘটনায় একটি লিখিত অভিযোগ জমা পড়েছে ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে ৷ ওই এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ ৷’’