রায়গঞ্জ, 29 জুন: একাধিক জায়গায় তৃণমূলের বিরুদ্ধে যখন টাকার বিনিময়ে টিকিট বন্টনের অভিযোগ সামনে এনেছেন বিরোধী কিংবা শাসকদলের বিদ্রোহী নেতারা । তখন এই অভিযোগের মাঝে বিরূপ ছবি ধরা পরছে দেওখন্ডা বুথে । এই বুথের তৃণমূল প্রার্থী শান্ত বর্মন কোনও প্রভাবশালী কিংবা হেভিওয়েট নন । তিনি পৌরসভার একজন সামান্য সাফাই কর্মী । ভোট এগিয়ে আসতেই বিরোধীদের সঙ্গে তাল মিলিয়ে প্রচার শুরু করে দিয়েছেন তিনি । কর্মীদের সঙ্গে নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে চলছে সেই প্রচার । বয়ঃজ্যেষ্ঠদের পা-ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করে ভোটের আবেদন জানাচ্ছেন শান্ত ।
প্রসঙ্গত, আর হাতে মাত্র কয়েকদিন ৷ তার পরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ তাকে ঘিরে এখন উৎসবের আবহ গ্রাম বাংলায় । গ্রামে গঞ্জে প্রচারের প্রতিযোগীতা । মনোনয়ন পর্বের শুরুতে অবশ্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী চয়ন ঘিরে অসন্তোষের ছবি উঠে এসেছিল । কিন্তু ভোট যত এগিয়ে আসছে মান অভিমান ছেড়ে প্রচারের ঝড় উঠেছে । আর সেই আবহে গা ভাসিয়ে জোড় প্রচারে নেমেছেন রায়গঞ্জ ব্লকের বীরঘই গ্রাম পঞ্চায়েতের দেওখন্ডা বুথের 11 নম্বর আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্ত বর্মন ৷