রায়গঞ্জ, ২০ মার্চ : "BJP বা RSS বসন্তের কোকিলের মতো। এরা কাকের বাসায় ডিম পাড়ে। পরে সেই ডিম ফুটে বাচ্চা হয়ে আবার কোকিলের কাছে চলে যায়। কাকের কাছে থাকে না।" BJP এবং RSS-কে আক্রমণ করে একথা বলেন রায়গঞ্জের CPI(M) প্রার্থী মহম্মদ সেলিম। তৃণমূল ছেড়ে BJP-তে যাওয়া মুকুল রায়কে আক্রমণ করেন CPI(M) প্রার্থী।
এজেন্সি একটাই, আর এজেন্ট একজন; মুকুলকে কটাক্ষ সেলিমের
"BJP বা RSS বসন্তের কোকিলের মতো। এরা কাকের বাসায় ডিম পাড়ে। পরে সেই ডিম ফুটে বাচ্চা হয়ে আবার কোকিলের কাছে চলে যায়। কাকের কাছে থাকে না।"
গতকাল উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমার গোয়ালপোখর ব্লকে প্রচারে যান তিনি। সেখানে গিয়ে জোট না হওয়ায় কংগ্রেসকে কটাক্ষ করেন। বলেন, "মানুষের ঐক্য যখন তৈরি হয় তখন তারা ওই ঐক্যটাকে ভেঙে দেয়।"
তিনি আরও বলেন, "যারা গতবার জিতেছিল তারা মুকুল রায়ের দৌলতে কেউ কেউ ১০ লাখ, ২০ লাখ বা ১ কোটি টাকা নিয়ে কংগ্রেস থেকে তৃণমূলে চলে গেছে। এখন মুকুল রায় BJP-তে আছেন। তাঁর দৌলতে এখন ১ কোটি থেকে ১০ কোটিতে তৃণমূল বা কংগ্রেস থেকে BJP-তে চলে যেতে পারেন। এজেন্সি একটাই। আর এজেন্ট তো একই আছে। শুধু বাজারে বিক্রি করা জিনিস এখন বেশি বাড়ছে। কিন্তু উত্তর দিনাজপুর জেলায় বিকাও জিনিস কম আছে, টিকাও জিনিস বেশি আছে।"
TAGGED:
mohammed selim