রায়গঞ্জ, 18 অক্টোবর:তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির বিজয়া সম্মেলনীর (Bijaya Sammelani) অনুষ্ঠানে নিমন্ত্রণ পেলেন না রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani) । কয়েকদিন আগে রায়গঞ্জ ব্লক-1 তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ও রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সহযোগিতা কর্ণজোড়া অডিটোরিয়ামে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হয়েছিল ।
ওই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রীর উপস্থিতিতে হাতে হাত রেখে আগামীতে পঞ্চায়েত নির্বাচনের সবাই একসঙ্গে চলার শপথ নিয়েছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের নেতারা । কিন্তু কয়েকদিন পরেই দেখা গেল জেলায় নতুন করে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব । সোমবার রায়গঞ্জের বিধানমঞ্চে তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানের আয়োজন করা হয় । দেখা গেল বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে আমন্ত্রণ করা হয়নি । এমনটাই অভিযোগ উঠেছে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল নেতাদের বিরুদ্ধে ।
আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর মালবাজার সফরের দিনই পালটা মহামিছিলের হুঁশিয়ারি শুভেন্দুর