সন্ত্রাস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে বিধায়ক করিম চৌধুরী ইসলামপুর, 16 জুলাই: ভোট পরবর্তী হিংসা অব্যাহত ইসলামপুরে । সন্ত্রাস বিধ্বস্ত এলাকা ঘুরে দেখলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী । রবিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের আগডিমটিখুন্তি অঞ্চলের বুধাগছ, দিঘিরপাড়-সহ একাধিক এলাকা ঘুরে দেখেন তিনি । পঞ্চায়েত ভোটে করিম চৌধুরীর অনুগামীরা নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করেন ৷ অভিযোগ, এই কারণেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা করিম অনুগামীদের বাড়ি ভাঙচুর করে এবং তাঁদের মারধর করে । এর জেরে ভয়ে পুরুষ শূন্য হয়ে পড়েছে গ্রামগুলি । বাড়িতে রয়েছেন কেবল মহিলারা ৷ তবে তাঁরাও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ভয়ে আতঙ্কিত ।
বিধায়ক আব্দুল করিম চৌধুরীর অভিযোগ, "মুখ্যমন্ত্রীকে বারবার বলা সত্ত্বেও তিনি কোন পদক্ষেপ নিচ্ছেন না ।" এই অত্যাচার বন্ধ না হলে সরকারের কাজকর্মের বিরোধিতা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এই বিধায়ক । অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেনের দাবি, যারা বাড়িঘর ছেড়ে বাইরে আছে তারা এলাকায় গুলি চালিয়ে ভোট বন্ধ করে দিয়েছিল । সেই অভিযোগে পুলিশ তাদের খুঁজছে । গ্রেফতার এড়াতেই তারা বাড়ি ছেড়ে পালিয়েছে । বিধায়ক না জেনে এলাকায় অশান্তি তৈরি করতেই মিথ্যা অভিযোগ করছেন বলে দাবি জাকিকের । বিধায়ক করিম চৌধুরী ভুজাগছের পার্শ্ববর্তী গ্রামে যেতে চাইলে তৃণমূল নেতা জাকির হোসেনের অনুগামীরা তাঁকে যেতে বাধা দেয় বলে অভিযোগ ৷ তাই তিনি সেখান থেকে ফিরে আসেন ।
আব্দুল করিম চৌধুরী এই প্রসঙ্গে বলেন, "ভোটের দিন থেকেই সন্ত্রাসবাদী জাকির হোসেনের লোকেরা আমার অনুগামীদের মারধর ও বাড়িঘর ভাঙচুর এবং ফসল কেটে নিয়ে যাচ্ছে । এই অত্যাচার বন্ধ না হওয়া পর্যন্ত আমি সন্ত্রাস বিধ্বস্ত এলাকার মানুষদের সঙ্গে দেখা করব ।" তবে বিধায়কের অভিযোগের মানতে নারাজ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ৷ পালটা জাকির হোসেনের অভিযোগ, "শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছেন বিধায়ক । তিনি এলাকার মানুষের সমস্যা কিছুই জানেন না । কারণ তাঁর সকাল হয় দুপুর 12 টার পর । 12টার পর তিনি ঘুম থেকে ওঠেন ।" উত্তেজনা রয়েছে তাই বিধায়কের এই সফরকে কেন্দ্র করে এলাকায় পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছিল ।
আরও পড়ুন:ভোটগণনা শেষে ফের উত্তপ্ত ইসলামপুর, গুলিবিদ্ধ 1
উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল করিম চৌধুরীর সঙ্গে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বিরোধ সকলের জানা । উভয়ের বিরোধ আরও বাড়ে পঞ্চায়েত নির্বাচনে । জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বিধায়ক আব্দুল করিম চৌধুরীর অনুগামীদেরকে প্রার্থী করেননি ৷ এর জেরে বিধায়ক তাঁর অনুগামীদের নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করান । অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করায় ভোটের দিন থেকেই তাঁদের মারধর ও বাড়িঘর ভাঙচুর শুরু হয় । গণনার পর এই অত্যাচার আরও বাড়ে বলেও অভিযোগ । শনিবার সেই অনুগামীদের দেখতে আগডিমটিখুন্তি এলাকায় গিয়েছিলেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী । তাঁর কাছে আক্রান্তদের পরিবারের লোকেরা তাঁদের কথা ও অভাব-অভিযোগ তুলে ধরেন ।