রায়গঞ্জ, 15 সেপ্টেম্বর : রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড নিয়ে নরক যন্ত্রণা ভোগ করছেন সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রী এবং সমস্ত যানবাহন মালিকরা। ভগ্নদশাগ্রস্ত যাত্রী শেড যেকোনও সময় ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটাতে পারে ৷ পাশাপাশি নেই পানীয় জলের ব্যবস্থাও। যাত্রী প্রতিক্ষালয়ে গবাদি পশুদের বাসস্থান তৈরি হয়েছে। শৌচাগারের অবস্থাও নরকের মতো। ভাঙাচোরা বাসস্ট্যান্ড চত্বরে বাস ও অন্যান্য যানবাহন চলাচল করার মতো অবস্থাও নেই। এমনই দুঃসহ যন্ত্রণার মধ্যে বাসস্ট্যান্ডে চলাচল করতে হচ্ছে নিত্যযাত্রী থেকে সমস্ত যানবাহন চালক ও কর্মীদের। বাস মালিক ও যানবাহন কর্মচারীদের পক্ষ থেকে বহুবার রায়গঞ্জ পৌরসভার কাছে আবেদন করেও কোনও সুরাহা মেলেনি।
যদিও রায়গঞ্জ পৌরসভার কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা আবহে আর্থিক সংকটের কারণে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডটি সংস্কার করা সম্ভব হয়নি। খুব দ্রুত বাসস্ট্যান্ডের হাল ফেরাতে উদ্যোগী হবে রায়গঞ্জ পৌরসভা। রায়গঞ্জ শহরের মহাত্মা গান্ধি রোডের ধারে 20 বছর আগে গড়ে উঠেছিল রায়গঞ্জ পৌর বাস টার্মিনাসটি। শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, বহরমপুর, বালুরঘাট, হিলি সহ সমস্ত দূরপাল্লার যাত্রীবাহী বেসরকারি বাস সহ ছোট-ছোট রুটের অসংখ্য বাস-মিনিবাস, ট্রেকার, অটোতে প্রতিদিন হাজার হাজার যাত্রী ওঠানামা করে এই বাসস্ট্যান্ডে। কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে চরম বেহাল দশা হয়ে পড়ে রয়েছে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডটি। সম্পূর্ণভাবে ভেঙেচুরে গিয়েছে বাস ও অন্যান্য যানবাহন থাকা বা চলাচলের জন্য বাসস্ট্যান্ড চত্বর। খানাখন্দে ভরা এই বাসস্ট্যান্ডে যানবাহন চলাচলই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।