রায়গঞ্জ, 9 অগাস্ট : স্থানীয় তৃণমূল নেতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ৷ উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার মিলনপল্লি এলাকার ঘটনা ৷ মৃতের নাম কৃপা পোদ্দার ( 49) ৷ আজ সকালে নিজেরই নির্মীয়মাণ বাড়ির বাইরে থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয় ৷ মৃতের স্ত্রী মামনি সরকার উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য ৷ তিনি বলেন, "খুন করা হয়েছে আমার স্বামীকে ৷"
উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের নন্দঝাড় এলাকায় বাড়ি কৃপা পোদ্দারের । সম্প্রতি ইসলামপুরের মিলনপল্লিতে তাঁরা নতুন একটি বাড়ি তৈরি করেছিলেন ৷ গতরাতে সেই বাড়িতে গিয়েছিলেন কৃপাবাবু ৷ কিন্তু, সেখান থেকে গোয়ালপোখরের নন্দঝাড়ের বাড়িতে আর ফেরেননি ৷ আজ সকালে নির্মীয়মাণ বাড়ির সামনেই তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায় এলাকার লোকজন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে ইসলামপুর থানার পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷
মামনি সরকারের অভিযোগ, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাঁর স্বামীকে ৷ তাঁর কথায়, "এর আগেও আমার স্বামীর উপর হামলা হয়েছে ৷ একাধিকবার ৷ দুষ্কৃতীরা ওকে খুন করেছে ৷ কে বা কারা করেছে তা আমি জানি না ৷ কিন্তু, খুন হয়েছে এবিষয়ে আমি নিশ্চিত ৷ পুলিশ তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করুক ৷"