পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Minor Girl Rape: নাড়ুর লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ, অভিযুক্ত পাড়াতুতো কাকা - রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

নাড়ু খাওয়ানোর লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে (Minor Girl Allegedly Raped) ৷ ঘটনাস্থল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার মালগাঁও গ্রাম পঞ্চায়েতের হামিদপুর ৷ অভিযুক্ত পাড়াতুতো কাকা ৷

minor-girl-allegedly-raped-pretext-of-giving-sweet-in-north-dinajpur
Minor Girl Rape: নাড়ুর লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ, অভিযুক্ত পাড়াতুতো কাকা

By

Published : Oct 13, 2022, 3:36 PM IST

কালিয়াগঞ্জ (উত্তর দিনাজপুর), 13 অক্টোবর : এক নাবালিকাকে নাড়ু খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ (Rape) করার অভিযোগ উঠল পাড়াতুতো কাকার বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের (North Dinajpur) কালিয়াগঞ্জ থানার মালগাঁও গ্রাম পঞ্চায়েতের হামিদপুর গ্রামে । ওই নাবালিকার চিকিৎসা চলছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷

পরিবারের অভিযোগ, অভিযুক্ত যুবক ওই নাবালিকাকে নাড়ু খাওয়াবে বলে তার বাড়িতে ডেকে নিয়ে যায় ৷ তার পর ধর্ষণ করে (Minor Girl Allegedly Raped) ৷ ওই নাবালিকাকে ভয়ও দেখানো হয়, যাতে সে বাড়িতে কিছু না বলে ৷ বাড়িতে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় ৷

পরিবারের দাবি, তাই নির্যাতিতা বছর সাতের ওই মেয়েটি ভয়ে বাড়িতে গিয়ে কাউকে কিছু জানায়নি ৷ এরপর তার যৌনাঙ্গ দিয়ে রক্ত পড়তে দেখে সন্দেহ হয় পরিবারের সদস্যদের ৷ তখন তাকে জিজ্ঞাসা করলে মায়ের কাছে সব বলে দেয় মেয়েটি ।

এরপর তাকে তড়িঘড়ি পরিবারের সদস্যরা রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Raiganj Hospital) নিয়ে যায় ৷ আপাতত সেখানেই চিকিৎসাধীন মেয়েটি ৷ নাবালিকার মা অভিযুক্তের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন ৷

কালিয়াগঞ্জ থানার পুলিশ (Kaliaganj PS) ঘটনার তদন্ত শুরু করেছে ৷ তবে অভিযুক্তকে গ্রেফতার করা গিয়েছে কি না, তা জানা যায়নি ৷

আরও পড়ুন :রায়গঞ্জে স্কুলের বারান্দায় মিলল মৃতদেহ, তদন্তে পুলিশ

ABOUT THE AUTHOR

...view details