পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Scholarship Fraud Case: সংখ্যালঘু বৃত্তির টাকা গায়েবের ঘটনায় কেন্দ্রের গাফিলতি, অভিযোগ গোলাম রব্বানির - সংখ্যালঘু উন্নয়ন দফতর

সংখ্যালঘু বৃত্তির টাকা গায়েব হওয়ার ঘটনায় কেন্দ্রীয় সরকারকেই দুষলেন সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী গোলাম রব্বানি (Golam Rabbani Blame Center on Scholarship Fraud Case) ৷ অভিযোগ করলেন, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো না মানায় নজরদারির অভাবে এই ঘটনা ঘটেছে ৷

minister-golam-rabbani-blame-center-on-scholarship-fraud-case-in-north-dinajpur ETV BHARAT
minister-golam-rabbani-blame-center-on-scholarship-fraud-case-in-north-dinajpur

By

Published : Dec 18, 2022, 4:03 PM IST

সংখ্যালঘু বৃত্তির টাকা গায়েবের ঘটনায় কেন্দ্রের গাফিলতি!

রায়গঞ্জ, 18 ডিসেম্বর: ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট খুলে সংখ্যালঘু বৃত্তির টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ আনলেন সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী গোলাম রব্বানি (Golam Rabbani Blame Center on Scholarship Fraud Case) ৷ অভিযোগ করলেন, কেন্দ্র সংখ্যালঘু বৃত্তির টাকা অনলাইন পোর্টাল করে তার মাধ্যমে দিচ্ছে ৷ কিন্তু, সেই টাকা কোথায় যাচ্ছে, কে পাচ্ছে তার কোনও খোঁজ কেন্দ্র রাখছে না ৷ আর সেই সুযোগে প্রতারকরা সংখ্যালঘু বৃত্তির লক্ষ লক্ষ টাকা লুঠ করছে ৷ মন্ত্রী অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মেনে রাজ্য সরকারের মাধ্যমে সেই টাকা দিলে এই কারচুপি হত না ৷

প্রসঙ্গত, সম্প্রতি উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকে সংখ্যালঘু বৃত্তির টাকা গায়েব হওয়ার ঘটনা সামনে এসেছে ৷ অভিযোগ করণদিঘির কয়েকজন বাসিন্দাকে দক্ষিণ 24 পরগনার গড়িয়ার একটি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া হিসেবে দেখিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছিল ৷ সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা বৃত্তির টাকা জমা পড়তেই তা তুলে নেওয়া হয়েছে ৷ সম্প্রতি এই ঘটনায় তদন্তে নেমে পুলিশ জানতে পারে, জব কার্ড তৈরির নাম করে ওই ব্যক্তিদের থেকে নথি নেওয়া হয়েছিল ৷ সেই নথি ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট খোলে প্রতারকরা ৷ মূলত সংখ্যালঘু পড়ুয়ার পরিচয় দেওয়া হয় ৷ অ্যাকাউন্টে টাকা ঢুকতেই, সঙ্গে সঙ্গে তা তুলে নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:করণদিঘিতে ফের সক্রিয় স্কলারশিপের টাকা হাতানোর চক্র, জেলাশাসকের দ্বারস্থ স্থানীয়রা

এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ৷ পুরো বিষয়টি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ তুলেছেন মন্ত্রী গোলাম রব্বানি ৷ তিনি অভিযোগ করেছেন, রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্র এই টাকা বিতরণ করলে প্রতারণা হত না ৷ মূলত কেন্দ্র ওয়েব সাইটের মাধ্যমে সংখ্যালঘু বৃত্তির টাকা প্রদান করে ৷ তাই সেখানে নজরদারির কোনও ব্যবস্থা নেই বলেই অভিযোগ মন্ত্রীর ৷ এই ঘটনায় ইতিমধ্যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ সিআইডি-কে এই মামলার তদন্তভার দেওয়া হয়েছে বলে জানান গোলাম রব্বানি ৷

ABOUT THE AUTHOR

...view details