রায়গঞ্জ, 27 জুন : কোচবিহার, জলপাইগুড়ি জেলার পর এবার উত্তর দিনাজপুরেও জঙ্গি সংগঠন কেএলও’র (KLO) হুমকি ঘিরে চাঞ্চল্য ৷ রাজবংশীদের উপর অত্যাচারের বিরুদ্ধে তৃণমূলের নেতাদের হুমকি দেওয়া হয়েছে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের (Kamatapur Liberation Organization) নাম করে ৷ চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় এই পোস্টার লাগানো হয়েছে ৷ যেখানে বলা হয়েছে, ‘‘চোপড়ার ভূমিপুত্র রাজবংশীদের উপর টিএমসি’র অত্যাচার বন্ধ না হলে আমরা আছি (কেএলও)’’ ৷
প্রসঙ্গত, 2021 বিধানসভা নির্বাচনের পর বিভিন্ন জায়গায় রাজবংশীদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ তার প্রতিবাদে কোচবিহার, জলপাইগুড়িতে ইতিমধ্যে পোস্টার পড়েছিল ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে ভিডিয়ো বার্তা দিয়েছিল কেএলও প্রধান জীবন সিংহ ৷ এবার সেইরকমই পোস্টার পড়ল উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের মাঝিয়াল পঞ্চায়েত এলাকায় ৷ যেখানে তৃণমূলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে হুমকি দেওয়া হয়েছে কেএলও’র নাম করে ৷ যাত্রী প্রতিক্ষালয় থেকে শুরু করে বাজারহাট, এমনকি রাস্তার ধারে পাঁচিলেও এই পোস্টারগুলি কেউ বা কারা রাতের অন্ধকারে লাগিয়ে দিয়ে যায় ৷