পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনার দ্বিতীয় ঢেউয়ে কাজ হারিয়ে বিপাকে উত্তর দিনাজপুরের পরিযায়ী শ্রমিকরা

দ্বিতীয়বার করোনার সংক্রমণ শুরু হওয়ায় উত্তর দিনাজপুরের বিভিন্ন গ্রামে ফিরতে শুরু করেছেন ভিন রাজ্যে কাজে যাওয়া শ্রমিকরা ৷ কিন্তু, ঘরে ফিরেও তাঁরা সমস্যায় পড়েছেন ৷ ভিন রাজ্যে যাওয়ার সময় মহাজনদের কাছ থেকে টাকা ধার করেছিলেন ৷ এবার ধার করা টাকা কীভাবে ফেরত দেবেন, সেই চিন্তাই ভাবাচ্ছে দিন মজুরি করে খাওয়া লোকগুলোকে ৷

Migrant workers in North Dinajpur lost their jobs in the second wave of Corona
করোনার দ্বিতীয় ঢেউয়ে কাজ হারিয়ে বিপাকে উত্তর দিনাজপুরের পরিযায়ী শ্রমিকরা

By

Published : May 21, 2021, 3:58 PM IST

রায়গঞ্জ, 21 মে : করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর আবারও ভিন রাজ্যে কাজের জন্য ছুটে গিয়েছিলেন দিন মজুরি করে খাওয়া উত্তর দিনাজপুরের শতাধিক মানুষ ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে দেশের সব রাজ্যেই এখন লকডাউন ৷ এই পরিস্থিতিতে ফের কাজ হারিয়ে ঘরে ফিরতে শুরু করেছেন তাঁরা ৷ কিন্তু, গ্রামে ফিরে এবার অনাহারে বা আধপেট খেয়ে থাকতে হচ্ছে সেই পরিযায়ী শ্রমিকদের ৷ এমন ছবি ধরা পড়ছে রায়গঞ্জ, গোয়ালপোখর, চাকুলিয়া ও চোপড়ার ব্লকগুলিতে ৷

করোনার দ্বিতীয় ঢেউয়ে কাজ হারিয়ে বিপাকে উত্তর দিনাজপুরের পরিযায়ী শ্রমিকরা

আরও পড়ুন :ভুটান থেকে নদী পাড় ধরে হেঁটে রাজ্যে 38 পরিযায়ী শ্রমিক

ভিন রাজ্যে কাজে গিয়েছিলেন মহম্মদ আলি, কুমরান আলি, রাজেশ আলিরার মতো অনেকে ৷ দ্বিতীয় বার করোনার সংক্রমণ শুরু হওয়ায় তাঁরাও কাজ হারিয়ে উত্তর দিনাজপুরে নিজেদের গ্রামে ফিরে এসেছেন ৷ কিন্তু, ঘরে ফিরেও তাঁরা সমস্যায় পড়েছেন ৷ ভিন রাজ্যে যাওয়ার সময় মহাজনদের কাছ থেকে টাকা ধার করেছিলেন ৷ এবার ধার করা টাকা কীভাবে ফেরত দেবেন, সেই চিন্তাই ভাবাচ্ছে দিনমজুরি করে খাওয়া লোকগুলোকে ৷ এই পরিস্থিতিতে তাঁদের সাহায্য করতে এগিয়ে এসেছেন স্থানীয় পঞ্চায়েতের সদস্যরা ৷ ব্লক ও জেলা প্রশাসনকে কাছে আবেদন জানিয়ে ওই শ্রমিকদের একশো দিন কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন পঞ্চায়েত সদস্যরা ৷

ABOUT THE AUTHOR

...view details