পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাধারণতন্ত্র দিবসে নিরাপত্তার কড়াকড়ি রায়গঞ্জে - সাধারণতন্ত্র দিবস

সাধারণতন্ত্র দিবসে কোনও রকম নাশকতা এড়াতে তত্‍‌পর উত্তর দিনাজপুর পুলিশ। জেলা সদর রায়গঞ্জ শহরে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করতে ব্যাপক পুলিশি তল্লাশি অভিযান শুরু করল রায়গঞ্জ থানার পুলিশ।

massive security arrangement at raiganj before republic day
সাধারণতন্ত্র দিবসে নিরাপত্তার কড়াকড়ি রায়গঞ্জে

By

Published : Jan 25, 2021, 9:57 PM IST

রায়গঞ্জ, 25 জানুয়ারি : দেশের 72 তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করতে ব্যাপক পুলিশি তল্লাশি অভিযান শুরু করল রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ থানার আই সি সুরজ থাপার নেতৃত্বে পুলিশবাহিনী রায়গঞ্জ শহরের ঘড়িমোড়, দেহশ্রী মোড় এবং শিলিগুড়ি মোড়ে তল্লাশি অভিযান চালায়।

আরও পড়ুন:কলকাতায় বিজেপির সাংগঠনিক বৈঠকে বি এল সন্তোষ, নেবেন বিস্তারিত রিপোর্ট

মঙ্গলবার রায়গঞ্জ স্টেডিয়ামে দেশের 72তম প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠান পালন করা হবে। তার আগে যাতে কোনও নাশকতামূলক বা অপরাধমূলক কাজ দুষ্কৃতীরা করতে না পারে সে জন্য রায়গঞ্জ শহরের রাস্তার উপর দিয়ে চলাচলকারী সমস্ত যানবাহনে তল্লাশি চালানোর পাশাপাশি হোটেলগুলিতেও তল্লাশি অভিযান চালায় পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details