রায়গঞ্জ, 16 জানুয়ারি: মানুষের ভাগ্য, কখন কীভাবে বদলে কেউ জানে না (Man Wins Crore in Lottery at Raiganj in Uttar Dinajpur) ৷ যেমনটা হয়েছে রায়গঞ্জের উত্তর দিনাজপুরের বাসিন্দা মিঠু দেব শর্মার সঙ্গে ৷ খরচ করেছেন মাত্র 30 টাকা ! তাতেই পেয়েছেন 1 কোটি টাকা ৷ ফিরেছে ভাগ্য ৷ গ্রামের ছেলে মিঠু কোটি টাকার লটারি জেতায় খুশি মিঠুর পরিবারের সদস্য থেকে শুরু করে গ্রামের মানুষ । হাসি ফুটেছে মিঠুর মুখেও ৷
পেশায় রাজমিস্ত্রি মিঠু দেবশর্মা ৷ বাড়ি রায়গঞ্জ ব্লকের বিরঘই গ্রামপঞ্চায়েতের গোয়ালগাঁও এলাকায় ৷ ছোট থেকেই লড়াই আর্থিক প্রতিবন্ধকতার সঙ্গে । দিন আনা দিন খাওয়া পরিবারের সন্তান কাজ শিখে হয়েছিলেন রাজমিস্ত্রি । প্রতিদিনের মতো সেদিনও বাড়ি থেকে বেরিয়ে ছিলেন কাজ করতে ৷ গন্তব্যস্থল ছিল কসবা (Lottery prize) ৷ রাজমিস্ত্রি মিঠু প্রায়ই লটারির টিকিট কাটতেন ৷ কখনও 30 টাকা বা কখনও 60 টাকা ৷ লটারিতে বেশ কিছু টাকাও পেয়েছেন ৷ তবে এক কোটি কাটা পাবেন তা হয়ত ভাবতেও পারেননি ৷ এবার খুলে গেলা ভাগ্য ৷ সম্প্রতি মাত্র 30 টাকা দিয়ে লটারির টিকিট কেটেছেন ৷ সেই টিকিতেই পুরস্কার মূল্য হিসাবে জিতেছেন 1 কোটি টাকা ৷ রায়গঞ্জ থানার পুলিশ এসে তাঁকে পুরস্কার মূল্যের কথা (Constraction Labor Win Lottery prize) ৷