রায়গঞ্জ, 24 জানুয়ারি : মাথায় গুলি করে আত্মহত্যা যুবকের ৷ রায়গঞ্জের গোয়ালপোখর থানার মজলিসপুর এলাকার ঘটনা ৷ মৃতের নাম এহেরান আদিল (25) ৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ ৷
মাথায় গুলি করে আত্মহত্যা যুবকের, তদন্তে পুলিশ - আত্মহত্যা যুবকের
রাত 12টা নাগাদ একটি শব্দে ঘুম ভাঙে পরিবারের ৷ এহেরানের ঘরে গিয়ে দেখতে পায় ঘরের মেঝেতে পড়ে রয়েছে সে৷ দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান-সাটার ও একটি মোবাইল ফোন৷
এহেরান পেশায় কৃষক৷ পরিবার সূত্রে খবর, জমি থেকে গতকাল সন্ধ্যা আটটা নাগাদ বাড়ি ফিরে এহেরান৷ তারপর রাতের খাওয়া সেরে নিজের ঘরে ঘুমোতে চলে যায় ৷ প্রায় 12 টা নাগাদ একটি শব্দে ঘুম ভাঙে পরিবারের লোকজনের ৷ এহেরানের ঘরে গিয়ে দেখতে পায় ঘরের মেঝেতে পড়ে রয়েছে সে ৷ মাথায় গুলি করে আত্মহত্যা করেছে বলে অনুমান এহেরানের পরিবারের৷
গোয়ালপোখর থানায় খবর দেয় এলাকার বাসিন্দারা ৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়৷ ঘটনাস্থান থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান-সাটার ও একটি মোবাইল ফোন৷ কোথা থেকে ওই যুবক আগ্নেয়াস্ত্রটি পেল ? কী কারণেই বা সে আত্মহত্যা করল, তার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ ।