পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ATM প্রতারণার অভিযোগে রায়গঞ্জে গ্রেপ্তার যুবক - Raiganj news

ATM প্রতারণার অভিযোগে রায়গঞ্জে গ্রেপ্তার এক যুবক । তাকে আদালতে পেশ করে  সাতদিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়েছে পুলিশ ।

raiganj
raiganj

By

Published : Jun 18, 2020, 4:13 AM IST

রায়গঞ্জ, 17 জুন : ATM প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক যুবক । বাজেয়াপ্ত করা হয়েছে ATM কার্ড । বাজেয়াপ্ত একটি মোটরবাইকও । অভিযুক্ত রায়হেন রেজ়াকে আজ রায়গঞ্জ আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ । সাতদিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়েছে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, গতকাল হেমতাবাদের বাসিন্দা মজিবুর রহমান একটি ATM কাউন্টারে যান । সেখানেই ছিল রায়হেন রেজ়া ওরফে রিজুয়ান । মজিবুরকে ATM-এ সহায়তা করার প্রস্তাব দেন । টাকা তোলার নাম করে রিজুয়ান তাঁর ATM কার্ডটি হাতিয়ে নেয় । এবং সেখান থেকে পালিয়ে যায় । পরবর্তীতে মজিবুরের অ্যাকাউন্ট থেকে 20হাজার টাকা তুলে নেয় বলে অভিযোগন ।

হেমতাবাদ থানায় মজিবুর ওইদিনই লিখিত অভিযোগ দায়ের করেন । পুলিশ তদন্ত নেমে রায়গঞ্জ থানার গোবিন্দপুর গ্রাম থেকে রিজুয়ানকে গ্রেপ্তার করে । তার কাছ থেকে দুটি ATM কার্ড পাওয়া গিয়েছে । বাজেয়াপ্ত করা হয়েছে তার একটি মোটরবাইক । জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের হেপাজতের আবেদন জানিয়ে আজ তাকে রায়গঞ্জ আদালতে পেশ করে পুলিশ । তদন্ত শুরু হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details