রায়গঞ্জ, 6 এপ্রিল : কোরোনার জেরে লকডাউন দেশে । এই পরিস্থিতিতে সকলকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা । ঘরে থাকার পরামর্শ দিয়েছে সরকারও । সকলে ঘরে থাকলেও ঘরে নেই পুলিশ বা স্বাস্থ্যকর্মীরা । মানুষের সেবায় দিনরাত এই মারণ ভাইরাসের সংক্রমণকে উপেক্ষা করে কাজ করে চলেছেন তাঁরা । এই অবস্থায় দিনরাত লড়ে যাচ্ছেন সাধারণ মানুষকে বাঁচানোর উদ্দেশে । বিপরীতে কোথাও মার, কোথাও গালিগালাজ, কোথাও ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হতে হচ্ছে তাঁদের । কিন্তু রায়গঞ্জে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র । লকডাউনে রাস্তায় চায়ের দোকান বন্ধ হওয়ায় কোথায় চা পাবেন পুলিশকর্মীরা ? এই ভেবেই প্রতিদিন সন্ধেয় পুলিশকর্মীদের বিনামূল্যে চা খাওয়াচ্ছেন গণেশ সাহা নামে এক ব্যক্তি । সঙ্গে দিচ্ছেন বিস্কুটও । সারা দিনের ক্লান্তি দূর করতে সন্ধেয় এটুকুই অনেক, বলছেন পুলিশকর্মীরাও ।
লকডাউনেও নিস্তার নেই পুলিশকর্মীদের । প্রত্যহ একই নিয়মে কাজ করে চলেছেন ওঁরা । তাঁদেরও পরিবার আছে । কিন্তু মানুষের সেবায় ছুটি নেওয়ার বালাই নেই । ফলে দিনরাত ডিউটি করছেন ওঁরা । এই পরিস্থিতিতে ডিউটি বেড়েছে আরও বেশি । সময়ও বেড়েছে । দিনরাত রোদে, জলে কাজ করা মানুষগুলোকে তাও কোথাও গালি-গালাজ, কোথাও মারধর, কোথাও চড়-থাপ্পড় খেতে হচ্ছে । কিন্তু রায়গঞ্জে এর একদম উলটো চিত্র দেখা গেল । পুলিশকর্মীদের কথা ভেবে গণেশ সাহা বিলি করে চলেছেন চা । প্রতিদিন সন্ধে 6 টার পর রায়গঞ্জের রেলগুমটি এলাকায় চা নিয়ে চলে আসেন তিনি । কাগজের কাপে চা তুলে দেন পুলিশকর্মীদের হাতে । সঙ্গে বিস্কুট ।