পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রায়গঞ্জ পৌরসভা এলাকায় কোরোনা সংক্রমিতের মৃত্যু - কোরোনা আক্রান্তের মৃত্যু

গতকাল রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতির পরই ওই ব্যক্তির সোয়াবের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছিল । আজ ভোরে তাঁর মৃত্যু হয় । তারপরই তাঁর কোরোনার রিপোর্ট পজ়িটিভ আসে ।

Corona death
Corona death

By

Published : Jul 18, 2020, 7:56 PM IST

রায়গঞ্জ, 18 জুলাই : কোরোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হল রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে । আজ সকালে রায়গঞ্জ পৌরসভার বন্দর এলাকার বাসিন্দা ওই পশু চিকিৎসকের মৃত্যু হয় । ওই পশু চিকিৎসকের মৃত্যুর পর নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে বলেও জানা গিয়েছে ।

মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, গতকালই প্রবল জ্বর নিয়ে ওই ব্যক্তি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি হন । ভরতির পরই তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছিল । আজ ভোরে তাঁর মৃত্যু হয় । তারপরই তাঁর কোরোনার রিপোর্ট পজ়িটিভ আসে । যদিও এ'বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ স্বাস্থ্য দপ্তরের কোনও আধিকারিক ।

রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে এক আধিকারিক জানিয়েছেন, ওই ব্যক্তির অন্যান্য রোগ ছিল । তবে জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভরতি হয়েছিলেন । মৃত্যুর পর তাঁর রিপোর্ট পাওয়া গিয়েছে ।

অন্যদিকে, SBI-এর রায়গঞ্জ সদর শাখাতেও কোরোনায় আক্রান্ত খোদ চিফ ম্যানেজার । তাঁর বাড়ি শিলিগুড়িতে । জানা গিয়েছে, গত সোমবার তিনি অফিস করে রায়গঞ্জ থেকে শিলিগুড়ির বাড়িতে চলে যান । সেখানে তিনি পরীক্ষা করালে আজ তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । এরপরই, রায়গঞ্জ শাখার সমস্ত কর্মীদের লালারস পরীক্ষার জন্য মেডিক্যাল কলেজ থেকে আবেদনপত্র নিয়ে এসেছেন । চিফ ম্যানেজার আক্রান্ত হলেও শাখা এখনই বন্ধ হচ্ছে না বলে ব্যাঙ্ক সূত্রে খবর ।

ABOUT THE AUTHOR

...view details