রায়গঞ্জ, 7 ডিসেম্বর : লরির ধাক্কায় মৃত্যু পথচারীর । উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার বোতলবাড়ি গ্রামের ঘটনা । দুর্ঘটনার জেরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায় ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ৷ মৃতের পরিচয় জানা যায়নি ৷
লরির ধাক্কায় মৃত্যু পথচারীর - উত্তর দিনাজপুর
রাস্তা পার করতে গিয়ে লরির ধাক্কায় ঘটনাস্থানে মৃত্যু হয় তাঁর ৷
ডালখোলায় আদিবাসীদের রেল এবং জাতীয় সড়ক অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়। এই যানজটের মধ্যেই রাস্তা পার হচ্ছিলেন এক ব্যক্তি। সেইসময় শিলিগুড়ি দিক থেকে আসা একটি লরি তাঁকে ধাক্কা মারলে ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয়। মৃতের পরিচয় এখনও জানা যায় নি। করনদিঘি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার পর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।
ঘটনার পর রেল এবং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ৷ যার জেরে যানজট সৃষ্টি হয় ৷ করনদিঘি থানার পুলিশ ঘটনাস্থানে এসে পরিস্থিতি স্বাভাবিক করে ৷